(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: কোহলির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত পাকিস্তানের মহিলা ক্রিকেটার
Kainat on Kohli: ক্রিকেট ভাবনার ওপর প্রি ওয়েডিং ফটোশ্যুট করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। প্রবল জনপ্রিয় হয়েছিল সেই ফটোশ্যুট। এবার ফের সংবাদের শিরোনামে পাকিস্তানের মহিলা ক্রিকেটার কায়নাত ইমতিয়াজ।
মেলবোর্ন: ক্রিকেট ভাবনার ওপর প্রি ওয়েডিং ফটোশ্যুট করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। প্রবল জনপ্রিয় হয়েছিল সেই ফটোশ্যুট। এবার ফের সংবাদের শিরোনামে পাকিস্তানের মহিলা ক্রিকেটার কায়নাত ইমতিয়াজ (Kainat Imtiaz)।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) নায়কোচিত ইনিংস দেখে মুগ্ধ কায়নাত। দলের পরাজয়ে হতাশও। তিনি নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে বিরাটের প্রশংসাও করেন। কায়নাত লেখেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ দেখে মন ভেঙে গেল। কিন্তু কী অসাধারণ খেলল ভারত। বিরাট কোহলির স্নায়ু ইস্পাতের মতো'।
যদিও কোহলিকে ম্যান অফ স্টিল (steel) লিখতে গিয়ে বানান ভুল করে বসেন কায়নাত। লেখেন ম্যান অফ স্টিল (steal)। পরে তিনি সেই পোস্টের নীচে সংশোধিত বানানও লেখেন।
Heart breaking 💔 #PakVsInd
— Kainat Imtiaz (@kainatimtiaz16) October 23, 2022
But what a game by India !! @imVkohli nerve of steal !!
যদিও কোহলির প্রশংসা করায় প্রবল সমালোচিত হন কায়নাত। একজন লেখেন, ভারতের প্রশংসা করা বন্ধ করো। ওরা জোচ্চুরি করে জিতেছে। কেউ এমনও লেখেন যে, দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কায়নাতের। পাশাপাশি বিদ্রুপেরও শিকার হন তিনি। কেউ কেউ লেখেন, ভুল ইংরেজি লেখার চেয়ে উর্দুতে লেখা ভাল। কেউ আবার লেখেন যে, ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছেন কায়নাত। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা প্রশংসা করেছেন কায়নাতের।
উচ্ছ্বসিত অনুষ্কা
একটা সময় তিনি গ্যালারিতে থাকা মানে বিরাট কোহলি (Virat Kohli) সেঞ্চুরির পর তাঁর দিকে চুম্বন ছুড়ে দিতেনই। আবার কোহলি যখন ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন, বারবার আক্রান্ত হয়েছে তাঁকে। তিনি, অনুষ্কা শর্মা (Anushka Sharma)। স্বামীর সাফল্যের দিনে যিনি আবেগে ভাসছেন। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ম্যাচ জেতানো ইনিংসের পর সোশ্যাল মিডিয়ায় লম্বা লেখা পোস্ট করলেন অনুষ্কা। জানালেন, ম্যাচ চলাকালীন তিনি নিজে কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন।
অনুষ্কা লিখেছেন, 'তুমি অপূর্ব। তুমি অবিশ্বাস্য সুন্দর। আজ রাতে তুমি মানুষের জীবনে অনেক আনন্দ নিয়ে এলে এবং সেটাও দীপাবলির ঠিক আগে। তুমি অসাধারণ, অনন্য সাধারণ আমার ভালবাসার মানুষ। তোমার জেদ, সংকল্প এবং আত্মবিশ্বাস মনমুগ্ধকর। আমি এইমাত্র জীবনের সেরা ম্যাচ দেখলাম। আমাদের মেয়ে এতই ছোট যে, ও বুঝতেই পারবে না কেন ওর মা আজ গোটা ঘরে পাগলের মতো চিৎকার করতে করতে নাচছিল। একদিন ও বুঝবে যে এই রাতে ওর বাবা জীবনের সেরা ইনিংসটা খেলেছে। একটা কঠিন সময়ের পর যেটা এসেছে। তবে আগের চেয়েও বেশি শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে প্রত্যাবর্তন ঘটিয়েছে। তোমার জন্য ভীষণ গর্বিত'।