Pak vs NZ Preview: বিরানব্বইয়ের স্মৃতি ফেরাচ্ছে পাক-নিউজিল্যান্ড লড়াই, আতসকাচের তলায় বাবরের ফর্ম
T20 World Cup Semifinal: চলতি বিশ্বকাপে সিডনিতে ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে প্রথম ব্যাটিং করা দল। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়েছিল যে পিচে, তাতেই হবে বুধবারের সেমিফাইনাল।
সিডনি: কারও মনে পড়ে যাচ্ছে ১৯৯২ বিশ্বকাপ। কারও মাথায় ঘুরছে সাকলিন মুস্তাকের মন্তব্য।
১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান। সেবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ সামলাতে হয়েছিল পাকিস্তানকে (Pak vs NZ)। কিউয়িদের হারিয়েই পাইনালে উঠেছিল পাকিস্তান, জিতে নিয়েছিল ট্রফিও।
গুলিবিদ্ধ ইমরান হাসপাতালে শয্যাশায়ী। তবে কিংবদন্তি অধিনায়কও নিশ্চয়ই উৎসাহিত হবেন এটা দেখে যে, ফের এক বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সর্বত্র আলোচনা, ১৯৯২ সালের স্মৃতি কি ফেরাতে পারবেন বাবর আজমরা?
পাশাপাশি ভাগ্য নিয়েও চলছে চর্চা। সেপ্টেম্বরে দেশের মাটিতে, করাচিতে ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে পরাজয়ের পর পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক বলেছিলেন, কিছুই আমাদের হাতে নেই। সবই প্রকৃতির নিয়ম। যে মন্তব্য নিয়ে হাসাহাসি হয়েছিল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অবশ্য ভাগ্য সঙ্গ দিয়েছে পাক দলের। বিদায় নেওয়ার মুখে দাঁড়িয়েও অলৌকিকভাবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন বাবর আজমরা। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায়। এখন বলাবলি হচ্ছে, এটাও হয়তো প্রকৃতিরই নিয়ম।
সিডনিতে বুধবারের সেমিফাইনালে অনেকের নজর থাকবে বাবরের ব্যাটের দিকে। চলতি বিশ্বকাপে একেবারেই বিবর্ণ বাবর। এক সময় বিরাট কোহলির সঙ্গে তাঁর শ্রেষ্ঠত্বের তুলনা হতো। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে বিরাট। আর ফর্ম হারিয়েছেন বাবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি কী করেন, দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
নিউজিল্যান্ডের হয়ে তিন ধরনের ফর্ম্যাটে চারটি বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনও কোনও বিশ্বকাপ জেতেননি তাঁরা। এটাই হয়তো তাঁদের কাছে শেষ সুযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার।
কেন উইলিয়ামসন ও ডারিল মিচেল চলতি বিশ্বকাপে লেগস্পিনারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়ছেন। পাক লেগস্পিনার শাদাব খানের চ্যালেঞ্জ তাঁরা সামলাতে পারেন কি না, তা নিয়েও আগ্রহী অনেকে।
চলতি বিশ্বকাপে সিডনিতে ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে প্রথম ব্যাটিং করা দল। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়েছিল যে পিচে, তাতেই হবে বুধবারের সেমিফাইনাল। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে বড় রানের খেলা হয়েছিল। বুধবারও পিচ থেকে ব্যাটাররা সুবিধা পাবেন। বুধবারের সকালে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তাই ম্যাচে বিঘ্ন ঘটবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নেটে বিধ্বংসী মেজাজে কোহলি, ব্যাটের শব্দ শুনে বাহবা দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা