Rohit Sharma: মাঠের বাইরে বিতর্ক নিয়ে বেশি মাথা ঘামাতে চাইছেন না রোহিত
Rohit Sharma: এরপর থেকেই হঠাৎ করেই যেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করতে উঠে পড়ে লেগেছেন। বিরাটকে (virat) সরানোর সঠিক ব্যাখা দেওয়া হয়নি, এমনই মনে হয়েছে তাঁদের।
মুম্বই: বিরাট কোহলিকে সরিয়ে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে তাঁকে ওয়ান ডে ফর্ম্যাটে (one day format) জাতীয় দলের। এরপর থেকেই হঠাৎ করেই যেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করতে উঠে পড়ে লেগেছেন। বিরাটকে (virat) সরানোর সঠিক ব্যাখা দেওয়া হয়নি, এমনই মনে হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে যদিও মাঠে বাইরের ইস্যুতে বেশ পাত্তা দিয়ে চাইছেন না রোহিত শর্মা (rohit sharma)।
বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলছেন, ''একজন ক্রিকেটার হিসেবে চাপ সবসমই থাকবে। কিন্তু আমি আমার কাজের দিকেই মন দিতে চাই। ভারতের হয়ে ক্রিকেট খেলতে গেলে চাপ প্রতি মুহূর্তে থাকবে। কিন্তু তা নিয়ে ভাবলে হবে না। আমি এটা আগেও বলেছি যে একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি যে আমার কাজ ক্রিকেট খেলে যাওয়া। লোকে কি বলল তা নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ তা কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই।'' তিনি আরও বলেন, ''আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকা উচিত। সেটাই আসল। দেশের হয়ে একসঙ্গে খেলে ম্যাচ জেতানোই আমাদের সবার লক্ষ্য। এর বাইরে আর কিছু ভাবতে চাই না।''
🗣️🗣️ "The pressure will always be there. As a cricketer, it is important to focus on my job."
— BCCI (@BCCI) December 12, 2021
SPECIAL - @ImRo45's first interview after being named #TeamIndia’s white-ball captain coming up on https://t.co/Z3MPyesSeZ. 📽️
Stay tuned for this feature ⌛ pic.twitter.com/CPB0ITOBrv
কিছুদিন আগেই বিরাটকে নিয়ে প্রশ্ন ওঠায় রোহিত বলেছিলেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''
সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে দু’জন আলাদা অধিনায়ক রাখতে রাজি হননি নির্বাচকরা। কারণ, তার ফলে সমস্যা হতে পারত। সেই কারণেই বিরাট কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ জানিয়েছেন, ‘আমরা বিরাটকে টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু ও অধিনায়ক থাকতে চায়নি। তারপর নির্বাচকরা ঠিক করেন, সাদা বলের দুই ফর্ম্যাটে দু’জন অধিনায়ক রাখা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে বিরাটের সঙ্গে কথা বলেছি। দল নির্বাচন কমিটির চেয়ারম্যানও বিরাটের সঙ্গে কথা বলেছেন।’
আরও পড়ুনঃ প্রোটিয়া সফরে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে ৩ দিনের কোয়ারেন্টিনে বিরাটরা