Team India A squad: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলে সুযোগ পেলেন বাংলার ২ ক্রিকেটার
Team India: দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। অভিমন্যু ব্যাটার। মুকেশ ডানহাতি পেসার।
মুম্বই: নিউজিল্যান্ডের এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল (India A vs New Zealand A)। সেই তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ জনের ভারতীয় দল ঘোষণা করা হল বুধবার। দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। অভিমন্যু ব্যাটার। মুকেশ ডানহাতি পেসার।
নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ। ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে প্রিয়ঙ্ক পাঞ্চালকে। কিউয়িদের বিরুদ্ধে খেলিয়ে দেখে নেওয়া হবে রুতুরাজ গায়কোয়াড়, রজত পতিদার, তিলক বর্মা, উমরন মালিকদের। যাঁরা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। পাশাপাশি কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে। চোট কাটিয়ে ফেরা চায়নাম্যান স্পিনার ফের টেস্ট ক্রিকেটের জন্য তৈরি কি না, তা দেখে নিতে চাইছেন নির্বাচকেরা। পাশাপাশি রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সরফরাজ খান। তাঁকেও সুযোগ দেওয়া হয়েছে।
ঋদ্ধিমান সাহার পরিবর্ত উইকেটকিপার হিসাবে যাঁকে তৈরি করার নীল নকশা তৈরি করেছিল ভারতীয় দল, সেই কে এস ভরতকে সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে উপেন্দ্র যাদবকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারদিনের ম্যাচ ১-৪ সেপ্টেম্বর, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। দ্বিতীয় চারদিনের ম্যাচ ৮-১১ সেপ্টেম্বর কর্নাটকের হুবলিতে। তৃতীয় তথা শেষ ম্যাচ ১৫-১৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
NEWS - India A squad for four-day matches against New Zealand A announced.@PKpanchal9 to lead the team for the same.
— BCCI (@BCCI) August 24, 2022
Full squad details here 👇https://t.co/myxdzItG9o
নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচও খেলবে ভারত এ। ম্যাচগুলি হবে ২২, ২৫ ও ২৭ সেপ্টেম্বর। তবে ওয়ান ডে সিরিজ হবে চেন্নাইয়ে। তিনটি ম্যাচই খেলা হবে এম এ চিদম্বরম স্টেডিয়ামে।
চারদিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল: প্রিয়ঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড়, রজত পতিদার, সরফরাজ খান, তিলক বর্মা, কে এস ভরত (উইকেটকিপার), উপেন্দ্র যাদব (উইকেটকিপার), কুলদীপ যাদব, সৌরভ কুমার, রাহুল চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, উমরন মালিক, মুকেশ কুমার, যশ দয়াল ও আরজান নাগসওয়ালা।