Indian Cricket Team: আগের প্রধান নির্বাচকের চেয়ে তিনগুণ বেশি মাইনে পাবেন আগরকর, কিন্তু কেন?
Team India: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক চুক্তি ছিল আগরকরের। প্রধান নির্বাচক হওয়ায় সেই দায়িত্ব ছাড়তে হয়েছে তাঁকে। যাতে স্বার্থের সংঘাত এড়ানো যায়।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের (Team India) প্রধান নির্বাচক হয়েছেন অজিত আগরকর (Ajit Agarkar)। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কত টাকার চুক্তি হয়েছে জানেন? বিরাট বেতনবৃদ্ধি-সহ দায়িত্ব নিয়েছেন আগরকর।
তাঁর আগে নির্বাচক প্রধান হিসাবে চেতন শর্মা পেতেন বছরে ১ কোটি টাকা। নির্বাচক কমিটিতে মোট পাঁচজন থাকেন। বাকি চার নির্বাচক ৯০ লক্ষ টাকা করে পান। নতুন চেয়ারম্যান ছাড়া বাকি চার নির্বাচক হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীধরণ শরৎ এবং সলিল আঙ্কোলা । তবে বোর্ড সূত্রে খবর, আগরকর পাবেন বছরে ৩ কোটি টাকা। অর্থাৎ ৩০০ শতাংশ বেতনবৃদ্ধি হয়েছে তাঁর!
কিন্তু কেন? বোর্ড সূত্রে খবর, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক চুক্তি ছিল আগরকরের। প্রধান নির্বাচক হওয়ায় সেই দায়িত্ব ছাড়তে হয়েছে তাঁকে। যাতে স্বার্থের সংঘাত এড়ানো যায়। সেই ক্ষতিপূরণের জন্যই এই বিপুল অঙ্কের চুক্তি আগরকরের সঙ্গে।
তিনি সদ্য জাতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটির প্রধান হয়েছেন। দায়িত্ব নিয়ে শুরুতেই বিতর্কে অজিত আগরকর (Ajit Agarkar)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি
View this post on Instagram
জের দলে রিঙ্কু সিংহকে (Rinku Singh) রাখা হয়নি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।
আর তার মাঝেই লাঞ্চ টেবিলে দেখা গেল আগরকরকে। সঙ্গে চাঁদের হাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংহ। যে ছবি মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তা ভাইরাল হয়ে যায়।
ছবিটি পোস্ট করে সচিন লেখেন, 'দুটো জিনিস আমাদের কাছাকাছি রেখেছে। বন্ধুত্ব ও খাওয়াদাওয়া। এই দলের সঙ্গে লাঞ্চ টেবিলে দেখা। দুর্দান্ত মধ্যাহ্নভোজ সারলাম। লন্ডনে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন