টেস্টে পরাজয় অতীত, একদিনের সিরিজে নতুন উদ্যমে ভারত, ট্রাকের চাকা দিয়ে চলল ক্যাচ প্র্যাক্টিস
ডারবান: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে অভিনব অনুশীলন করল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ট্রাকের চাকা দিয়ে ক্যাচ প্র্যাক্টিস।
টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে। এবার সামনে একদিনের সিরিজ। তার প্রস্তুতিতে কোনও কসুর রাখতে চাইছে না ভারতীয় দল। আর তাই অনুশীলনে দেখা গেল অভিনবত্ব।
ডারবানের কিংসমিডে মঙ্গলবার দেখা গেল টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় মাঠে রাখা হয়েছে সারি সারি ট্রাকের চাকা। সেই নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলল ক্যাচিং প্র্যাক্টিস।
কিন্তু কেন এই অভিনব পন্থা? জানা গিয়েছে, বল ব্যাটের কানা ছুঁয়ে যেভাবে যায়, সেই তুলনায় চাকার কানায় লাগার পর তার গতি ও বেগ ও দিক পরিবর্তন ভিন্ন হয়।
ভারতীয় দল সূত্রে খবর, টায়ারের কানা লেগে বল অসমানভাবে এগোয়। ফলে, ক্লোজ-ইন ফিল্ডারদের পক্ষে ক্যাচ নিতে ভীষণ অসুবিধে হয়। সেটাই করায়ত্ত করতে চাইছে টিম ইন্ডিয়া।
এদিন দেখা যায়, অক্ষর পটেল সহ দেলর বোলাররা টায়ারের ওপর বল ফেলছেন আর ফিল্ডাররা সেই বল ধরার চেষ্টা করছেন।
ভারত যে একদিনের সিরিজ জিততে মরিয়া তার ইঙ্গিত মিলল রোহিত শর্মার কথাতেও। প্রসঙ্গত, এই মাঠে ভারতের রেকর্ড একেবারেই আশাতীত নয়। দক্ষিণ আফ্রিকাকে কখনই তারা এই মাঠে হারাতে পারেনি।
যদিও, রোহিত এই পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন রোহিত। বর্তমানের ওপরই গুরুত্ব দিতে চান তিনি। জানিয়ে রাখলেন, সমীকরণ বদলাতে তারা তৈরি।