Jasprit Bumrah Ruled Out: বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন বুমরা, পরিবর্তের নাম শীঘ্রই ঘোষণা করবে বোর্ড
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের জন্য ছিটকেই গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের জন্য ছিটকেই গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে বুমরার ছিটকে যাওয়ার কথা জানানো হল। শীঘ্রই তাঁর পরিবর্তের নাম ঘোষণা করে দেবে বোর্ড।
NEWS - Jasprit Bumrah ruled out of ICC Men’s T20 World Cup 2022.
— BCCI (@BCCI) October 3, 2022
More details here - https://t.co/H1Stfs3YuE #TeamIndia
কে হতে পারেন বুমরার পরিবর্ত? দৌড়ে সবচেয়ে এগিয়ে মহম্মদ শামি। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি করোনা আক্রান্ত হয়েছেন বলে। তবে শামি এখন ফিট। শুরু করে দিয়েছেন প্রস্তুতিও।
পিঠের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, বুমরা সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। বুমরার চোট নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের ঘোষণার পর থেকেই সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। বিশ্বকাপ তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়।
তবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, দুই-তিনদিন পরেই বুমরার চোটের গভীরতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। পরে সৌরভের সুরেই কথা বলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'এখনও যা খবর রয়েছে, সেই অনুযায়ী সরকারিভাবে ও (বুমরা) দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছে এবং আমরা ওর চোটের বিষয়ে সরকারিভাবে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিন দিনেই এই বিষয়ে আমি সরকারিভাবে কিছু জানতে পারব এবং তারপরেই সকলকে এই নিয়ে আপডেট দিতে পারব।'
যদিও সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় যে, বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তবে বুমরার চোটের ধরন কী, ঠিক কী কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চিটকে গেলেন, স্পষ্ট করে কিছু জানানো হয়নি বোর্ডের তরফে।
আরও পড়ুন: বিধ্বংসী ইনিংস বাংলার রিচার, বৃষ্টির কাঁটা উপড়ে এশিয়া কাপে মালয়েশিয়াকে হারাল ভারত