এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেল ভারতীয় দল
মুম্বই: চারটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হল বিরাট কোহলি এবং নতুন কোচ অনিল কুম্বলের নেতৃত্বাধীন ভারতীয় দল। মঙ্গলবার গভীর রাতে ১৬ সদস্যের দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগামী বিমান ধরেছে।
ভারতীয় দলের এই সফর শুরু হচ্ছে ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে দু দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। সেন্ট কিটসে এই ম্যাচ হবে। এরপর এখানেই ১৪ জুলাই থেকে একটি তিন দিনের ম্যাচ খেলবেন কোহলিরা।
২১ জুলাই অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট শুরু হবে। বাকি তিনটি টেস্ট শুরু যথাক্রমে ৩০ জুলাই, ৯ অগাস্ট এবং ১৮ অগাস্ট। খেলাগুলি হবে যথাক্রমে জামাইকা, সেন্ট লুসিয়া এবং ত্রিনিদাদে।
পাঁচ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। সেবার ১-০ ফলে সিরিজ জিতেছিল ভারতীয় দল। এবারও সিরিজ জেতাই কোহলি-কুম্বলের লক্ষ্য।
ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধবন, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement