IND vs ENG: ১৩ ফেব্রুয়ারি থেকে রাজকোট টেস্টের প্রস্তুতি শুরু করতে চলেছে রোহিত বাহিনী
IND vs ENG, 3rd Test: ভারতের বিরুদ্ধে সিরিজ়ে ইংল্যান্ডের সামনে ভারতীয় স্পিন সামলানোটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। মূলত সেই কথা মাথায় রেখেই মরুদেশে ইংল্যান্ড নিজেদের প্রস্তুতি সারে।
রাজকোট: প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ফল এখন। তৃতীয় টেস্ট আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। মাঝে দীর্ঘদিনের বিরতি। তবে সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়বে দ্রাবিড়ের ছেলেরা। এই মুহূর্তে ২ দলের ক্রিকেটাররাই তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্টোকসরা তো ছুটি কাটাতে আবুধাবি পাড়ি দিয়েছেন।
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে লাল বলের সিরিজ় শরুর আগে আবু ধাবিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পে প্রস্তুতি সেরেছিলেন বেন স্টোকসরা। সেখানেই আবার ফিরে যাচ্ছেন তাঁরা। নির্ধারিত সময়ের আগে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ায় ইংল্যান্ডের হাতে বেশ খানিকটা সময় রয়েছে। সেই সময়টাকেই কাজে লাগাতে আগ্রহী থ্রি লায়ান্স ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই সাময়িক বিরতি নিতে আগ্রহী ইংল্যান্ড। স্টোকসদের দেশ ছাড়ার খবরটি ইতিমধ্যেই সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিতও করেছে।
ভারতের বিরুদ্ধে সিরিজ়ে ইংল্যান্ডের সামনে ভারতীয় স্পিন সামলানোটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। মূলত সেই কথা মাথায় রেখেই মরুদেশে ইংল্যান্ড নিজেদের প্রস্তুতি সারে। তাঁদের প্রস্তুতি যে ফলপ্রসূত হয়েছে, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারতে হলেও, অতীতের মতো স্পিনের বিরুদ্ধে আত্মসমর্পন করেনি থ্রি লায়ান্সরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের ২০টি উইকেটের মধ্যে মাত্র নয়টি উইকেট পান ভারতীয় স্পিনাররা। তৃতীয় টেস্টের আগে ফের একবার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ তাঁদের সামনে।
এদিকে, রিপোর্ট অনুযায়ী রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলা তৃতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিতে আগ্রহী জাতীয় দলের নির্বাচকরা। এই বিষয়ে তাঁরা টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথাবার্তা বলবেন বলে শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচকরা মনে করছেন বুমরাকে যদি তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তিনি সিরিজ়ের বাকি দুই ম্যাচে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে পারবেন। বুমরার বদলে বাকি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করলেও, ভারতীয় নির্বাচকমণ্ডলী এখনও শেষ তিন টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেনি। তৃতীয় টেস্টের আগে রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল ফিট হবেন কি না, সেই নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েইছে, পাশাপাশি বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে বিরাট কোহলিকে নিয়েও।