এক্সপ্লোর
বাংলাদেশকে না হারিয়েও ফাইনালে চলে যেতে পারে ভারত!
লন্ডন: বৃহস্পতিবার বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। গ্রুপ বি-র দ্বিতীয় দল হিসেবে আগেই শেষ চারে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ এ-র প্রথম দল হিসেবে ভারতও সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। খেলা হলে কারা জিতবে সেটা সময়ই বলে দেবে, তবে বৃষ্টির জন্য খেলা ভেস্তে গেল কিন্তু ভারতই ফাইনালে চলে যাবে। কারণ, গ্রুপ থেকে বাংলাদেশের তুলনায় বেশি পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গিয়েছে ভারত। তবে ক্রিকেটপ্রেমীদের আশা, খেলা হবে এবং যোগ্য দলই জিতবে।
গ্রুপ বি-তে তিন ম্যাচ খেলে ভারত পেয়েছে চার পয়েন্ট। জয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। হার শ্রীলঙ্কার বিরুদ্ধে। রান রেট +১.৩৭০। অন্যদিকে, গ্রুপ এ-তে তিন ম্যাচ খেলে বাংলাদেশ পেয়েছে তিন পয়েন্ট। রান রেট +০.০০০। পয়েন্ট বেশি থাকার সুবিধা পেতে পারে ভারত। বার্মিংহামে বৃষ্টিতে নিউজল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টি হয়েছিল। দুটি ম্যাচেই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফল নির্ধারণ হয়। বৃহস্পতিবারও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফাইনাল ছাড়া এই প্রতিযোগিতার অন্য কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টি হলে সেটা ভারতের পক্ষে যেতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement