Sachin on Indian Youngsters: ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে প্রশংসা ভরিয়ে দিলেন সচিন তেন্ডুলকর
Sachin on Indian Youngsters: সচিন (sachin tendulkar) মনে করেন খুব দ্রুত শেখার প্রবণতা রয়েছে সিরাজের মধ্যে। যার ফলে অনেক দূর যেতে পারবে এই ভারতীয় তরুণ পেস বোলার।
মুম্বই: প্রোটিয়া সফর শুরুর আগেই এক তরুণ ভারতীয় ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর (sachin tendulkar)। তিনি আর কেউ নন ভারতীয় ক্রিকেট দলের তরুণ পেস ব্যাটারি মহম্মদ সিরাজ (mohammed siraj)। সচিন (sachin tendulkar) মনে করেন খুব দ্রুত শেখার প্রবণতা রয়েছে সিরাজের মধ্যে। যার ফলে অনেক দূর যেতে পারবে সিরাজ। এক সাক্ষাৎকারে সচিন বলেন, ''ওর পায়ে যেন একটা স্প্রিং লাগানো রয়েছে। ওর রান-আপ আমার ভীষণ পছন্দের। ওকে দেখলেই বোঝা যায় যে প্রচুর এনার্জি রয়েছে ওর মধ্যে। ম্যাচের প্রথম ওভার করছে, না কি ম্যাচের শেষ ওভার করছে তা ওর এনার্জি দেখে বোঝারে উপায় নেই। সিরাজ একজন পূর্ণাঙ্গ পেস বোলার। ওর বডি ল্যাঙ্গুয়েজও সবসম ইতিবাচক। খুব দ্রুত শিখে নিতে পারে কোনও কিছু।''
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্টে অভিষেক হয় সিরাজের। এরপর থেকে এখনও পর্যন্ত ১০টি টেস্টে ৩৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। একটি ৫ উইকেটও রয়েছে ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও দুর্দান্ত বােলিং করেছিলেন। আসন্ন প্রোটিয়া সফরেও অফফর্মে থাকা ইশান্ত শর্মার বদলি হিসেবে সিরাজকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (india vs south africa) প্রথম টেস্ট। ওমিক্রনের (omicron) প্রভাব বেড়ে যাওয়ায় দর্শক শূন্য মাঠেই খেলতে নামবে ২ দল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ২ শিবিরই। তবে ম্যাচে আগে সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের ২ তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (ravichandran aswin) ও জশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার (dean elger)।
সাংবাদিক বৈঠকে এসে এলগার বলেন, ''অশ্বিন একজন বিশ্বমানের বোলার। সম্ভবত ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা স্পিনার। কিন্তু ওঁর দক্ষিণ আফ্রিকায় সেভাবে সাফল্য সেই। আমাদের ব্যাটারদের বিরুদ্ধে ভারতের মাটিতে অশ্বিন যে সাফল্য পেয়েছে তার সঙ্গে তুলনা করলে হবে না। কারণ এখানের পরিবেশ, পরিস্থিতি একদম আলাদা। আমরা আমাদের গেমপ্ল্যান নিয়েই ভাবছি। শুধুমাত্র একজন প্লেয়ারকে নিয়ে ভাবলে হবে না, প্রতিপক্ষ দলের প্রত্যেককে নিয়েই ভাবতে হবে।''