এক্সপ্লোর
সৌম্যজিতের ওয়াক-ওভার, ক্ষুব্ধ কোচ

নয়াদিল্লি: ঘরোয়া টুর্নামেন্টে প্রতিপক্ষকে ওয়াক-ওভার দিয়ে বিতর্কে সৌম্যজিত্ ঘোষ৷ ঘটনার সূত্রপাত জয়পুরে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে৷ সেখানে খেলা হচ্ছিল জিকেআই বলে৷ কিন্তু, রিও অলিম্পিকে খেলা হবে ডিএইচএস বলে৷ এই বলেই গত ৩ মাস ধরে অনুশীলন করেছেন দেশের এক নম্বর টিটি খেলোয়াড় সৌম্যজিত্৷ কিন্তু, জয়পুরে জিকেআই বলে খেলা হওয়ায় দলগত ইভেন্টে খেললেও সিঙ্গলস ম্যাচে প্রতিপক্ষকে ওয়াক ওভার দিয়ে দেন তিনি৷
এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ভারতীয় টেবল টেনিস ফেডারেশনের কর্তারা৷ কিন্তু, সৌম্যজিতের যুক্তি, ‘রিওর জন্য ডিএইচএস বলেই অনুশীলন করে এসেছি৷ শেষ মুহূর্তে আর কোনও ঝুঁকি নিতে চাই না৷ তাই, জিকেআই বলে খেলিনি৷’
কোচ ভবানী মুখোপাধ্যায় অবশ্য সৌম্যজিতের এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে, অচিন্ত্য শরত্ কমলের মতো খেলোয়াড়ের যখন জিকেআই বলে খেলতে অসুবিধা নেই তখন সৌম্যজিতেরও আপত্তি থাকার কথা নয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
