Roger Federer on Kohli: ফেডেরারের বিদায়ে কোহলির বার্তা, বিরাটকে ধন্যবাদ জানালেন টেনিস কিংবদন্তি
Roger Federer: রজার ফেডেরার ওপেন যুগে গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গলস জয়ের (২০টি) নিরিখে নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালের পরেই তৃতীয় স্থানে রয়েছেন।
নয়াদিল্লি: ১৫ সেপ্টেম্বর রজার ফেডেরার (Roger Federer) জানান লেভার কাপ শেষেই তিনি পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন। ফেডেরারের এই ঘোষণার পর থেকেই গোটা বিশ্বই তাঁকে শুভেচ্ছায় ভাসায়। ক্রীড়াবিদ থেকে রাজনীতিক, কে নেই সেই তালিকায়। ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিও (Virat Kohli) ফেডেরারকে তাঁর অবসরের জন্য শুভেচ্ছা জানান। এবার সেই শুভেচ্ছাবার্তারই জবাব দিলেন টেনিস কিংবদন্তি।
ফেডেরারকে বিরাটের শুভেচ্ছা
এটিপির পোস্ট করা এক ভিডিওয় ফেডেরারকে শুভেচ্ছা জানিয়ে কোহলি বলেন, 'হ্যালো রজার। তুমি এত বছর ধরে নিজের খেলার মাধ্যমে আমাদের অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছো। এটা আমার জন্য দারুণ সৌভাগ্য়ের যে তোমার এই বর্ণময় কেরিয়ারের জন্য আমি তোমায় শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও পাঠানোর সুযোগ পাচ্ছি। ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে আমি তোমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাই, যা কোনওদিনও ভোলার নয়। শুধু টেনিস বিশ্ব নয়, গোটা দুনিয়ার এত লোক একত্রিত হয়ে তোমায় সমর্থন করে, যেটা আমার কাছে দারুণ বিস্ময়ের। পৃথিবীতে আর কোনও ব্যক্তির জন্য এই উন্মাদনা বা সমর্থন আমি দেখিনি। আমরা জন্য তুমিই সর্বকালের সেরা। আমি নিশ্চিত তোমার জীবনের পরবর্তী ধাপেও তুমি কোর্টে যতটা আনন্দ করতে, ততটাই আনন্দ পাবে। আমার তরফে তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'
ফেডেরার ধন্যবাদ জ্ঞাপন
কোহলির এই শুভেচ্ছাবার্তারই জবাব দিলেন রজার ফেডেরার। তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোহলির ভিডিওটির জন্য তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সুইস কিংবদন্তি লেখেন, 'তোমায় অনেক ধন্যবাদ বিরাট কোহলি। আশা করছি খুব শীঘ্রই ভারতে যেতে পারব।' রজার ফেডেরার নিজের কেরিয়ারে ১০৩টি এটিপি সিঙ্গলস খেতাব জিতেছেন। মোট ম্য়াচ জিতেছেন ১২৫১টি। তিনি ওপেন যুগে গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গলস জয়ের (২০টি) নিরিখে নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালের পরেই তৃতীয় স্থানে রয়েছেন।
সচিনের শুভেচ্ছাবার্তা
সুইস সম্রাটের অবসরের খবর জানার পরই সোশ্যাল মিডিয়ায় 'ফেডেক্স'কে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন সচিন তেন্ডুলকরও। নিজের সোশ্যাল মিডিয়ায় 'মাস্টার ব্লাস্টার' বলেন, 'অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার কিংবদন্তি রজার ফেডেরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে যাই মনে নেই সেই কবে। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: বিদায় বেলায় চোখে জল রজারের, পাশে বসে কাঁদলেন রাফাও