Eng vs Aus: স্মিথের সেঞ্চুরি, ডাকেটের ৯৮, লায়নের চোট, অ্যাশেজের নাটকীয় দিনে হাড্ডাহাড্ডি লড়াই
Eng vs Aus: শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি করেন তিনি। কেরিয়ারের ৩২তম শতরান পূরণ করেন। ১১০ রান করে আউট হন তিনি।
লন্ডন: ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। সেই জো রুট (Joe Root) চলতি অ্যাশেজে গড়ে ফেললেন এক নয়া নজির। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডারকে সরিয়ে এই তালিকায় ঢুকে নয়া নজির গড়লেন জো রুট। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে তিনি দ্বিতীয় ব্যাটার যিনি এই তালিকায় প্রথম দশে রয়েছেন। অপরজন অ্যালেস্টেয়ার কুক।
টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে দশ নম্বরে রয়েছেন রুট। আপাতত ১৩২টি টেস্ট ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১১,১৭৫ রান। গড় ৫০.৮০। তালিকার শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২০০টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ১৫,৯২১ রান। গড় ৫৩.৭৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং । ১৬৮ ম্যাচ খেলে ৫১.৮৫ গড়ে তাঁর সংগ্রহ ১৩,৩৭৮ রান। তৃতীয় স্থানে রয়েছেন জ্যাক কালিস। ১৬৬ ম্যাচে ৫৫.৩৭ গড়ে তাঁর রান ১৩২৮৯।
বৃহস্পতিবার যদিও বেশি রান করতে পারেননি রুট। ১৯ বলে মাত্র ১০ রান করে আউট হয়েছেন। মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অন্যদিকে বল হাতে লর্ডস টেস্টে অজিদের প্রথম ইনিংসে দুটি উইকেট ও পেয়েছেন তিনি। ট্রেভিস হেড এবং ক্যামেরুন গ্রিনকে আউট করেন তিনি। ৮ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট।
এদিন শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি করেন তিনি। কেরিয়ারের ৩২তম শতরান পূরণ করেন। ১১০ রান করে আউট হন তিনি। আর কোনও ব্যাটার সেইভাবে রান পাননি। ৪১৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে ফের ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাট করলেন আগ্রাসী মেজাজে। লর্ডসের ২২ গজে ফের বাজ়বলের তাণ্ডব। প্রথম দিন অস্ট্রেলিয়া ৩৩৯/৫ স্কোরে শেষ করে। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় তাদের বোলাররা। অজিদের ৪১৬ রানে অল আউট করে দেয় তারা। অলি রবিনসন এবং জস টাংগ তিনটি করে উইকেট নেন।
জবাবে ওভার প্রতি প্রায় সাড়ে চার রান করে তোলেন রুটরা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৭৮/৪। ওপেনার জ্যাক ক্রলি ৪৮ এবং বেন ডাকেট ৯৮ রান করেন। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডাকেটের। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ওলি পোপ ৪২ এবং জো রুট ১০ রান করে আউট হন। দিনের শেষে হ্যারি ব্রুক ৪৫ রানে এবং অধিনায়ক বেন স্টোকস ১৭ রানে অপরাজিত রয়েছেন। অজি শিবিরের জন্য। চিন্তার বিষয় যে, ফিল্ডিং করার সময় কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন নাথান লায়ন। যিনি টানা একশো ম্যাচ খেলে নজির গড়েছেন লর্জসেই।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন