WTC Final: পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের দল গঠন নিয়ে কী বললেন কামিন্স?
WTC Final 2023: অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৩৪ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ম্যাচের সেরা হন ট্রাভিস হেড।
লন্ডন: ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) জিতেছেন। বিশ্ব ক্রিকেটে একমাত্র দল হিসেবে আইসিসির সব টুর্নামেন্টে চ্য়াম্পিয়ন হওয়ার নজির গড়েছে অস্ট্রেলিয়া। ২০২৩-২৫ মরসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কি এবার নতুন করে দল তৈরি করা হবে? অজি অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য অন্য কথা বলছেন। দলের প্লেয়ারদের বয়স যদি ১৮ হয় বা ৩৮, ফর্ম যদি থাকে, তবে সেই প্লেয়ারকেই একাদশের জন্য বেছে নেওয়া হবে। বিশেষ করে যে দল টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল জিতেছে, সেই পঁয়ত্রিশের কোটা পেরোনো অনেকেই রয়েছেন। তালিকায় স্মিথ, ওয়ার্নার, লায়নের মতাে তারকারা রয়েছেন। এঁদের মধ্যে ওয়ার্নার আগামী বছর পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের পরই অবসর নেবেন সাদা পোশাকের ক্রিকেট থেকে। কিন্তু বাকিরা? তাঁরা কি আদৌ টেস্ট স্কোয়াডে থাকবেন? কামিন্স তা নিয়ে ভাবছেন না। এক সাক্ষাৎকারে ডানহাতি অজি পেসার বলেন, ''আমি মনে করি এখনও প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কোনও মানে হয় না। প্লেয়ারের বয়স ১৮ হোক ৩৮। যদি সে ফর্মে থাকে, যদি সে থাকলে আমাদের একাদশ শক্তিশালী হয়, তবে আমার মনে হয় তাঁরই দলে থাকা উচিত।''
তিনি আরও বলেন, ''আমার মনে হয় এটা খুব সাধারণ একটা পদ্ধতির মধ্যে দিয়েই নির্বাচন হবে। এখানে কাউকে দল থেকে বের করে দেওয়া বা কাউকে স্থায়ীভাবে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন আসছেই না।''
চতুর্থ দিনের শেষে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের ৭১ রানের লড়াকু পার্টনারশিপে ভর করে ভারতীয় দল ম্যাচে কিছুটা ফিরেছিল। দিনশেষে ভারতের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান। জয়ের জন্য পঞ্চম দিনে ৯৭ ওভারে আরও ২৮০ রান তুলতে হত। লক্ষ্য কঠিন হলেও, অসম্ভব ছিল না। দিনশেষে মহম্মদ শামি সাফ জানিয়ে দিয়েছিলেন ভারত ৪৪৪ রান তাড়া করে ঐতিহাসিক ম্যাচ জিততে আত্মবিশ্বাসী। কিন্তু পঞ্চম দিনে আর সেই লড়াইটাই দেখা গেল না।
দিনের শুরুর দিকে ভারতের বড় ভরসা বিরাট কোহলি পঞ্চম স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন। স্লিপে এক হাতে ঝাঁপিয়ে এক অবিশ্বাস্য ক্যাচ নেন স্টিভ স্মিথ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ৪৯ রানে ফিরতে হয় কোহলিকে। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়াকে বড় সাফল্য় এনে দেন। ওই ওভারেরই দুই বলে পর রবীন্দ্র জাডেজাকেও শূন্য রানে ফেরান বোল্যান্ডই। এই দুই বলই ম্যাচের রাশ সম্পূর্ণরূপে অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। ১৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের পথ ভীষণই কঠিন হয়ে যায়।
প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক ৮৯ রানের ইনিংস খেলা রাহানে টিম ইন্ডিয়ার শেষ ভরসা ছিলেন। তিনিও অর্ধশতরান হাঁকাতে ব্যর্থ হন। ৪৬ রানে তাঁকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর ভারতের ম্যাচ জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। দলের লোয়ার অর্ডারও লড়াইটুকু করতে পারেনি। কেএস ভরত ২৩ রান করেন। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকানো শার্দুল ঠাকুর তো খাতাই খুলতে পারেননি। ভারতের লোয়ার অর্ডার বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেন লায়ন। তিনিই আজ তিন তিনটি উইকেট নেন। উমেশ যাদব, মহম্মদ সিরাজও এক রান করে সাজঘরে ফেরেন। শেষমেশ ২৩৪ রানে অল আউট হয়ে ভারতের ইনিংস শেষ হয়।