Narendra Modi: 'কমনওয়েলথে ক্রিকেটে প্রথম পদক, সব সময়ই স্পেশাল', হরমনপ্রীতদের বার্তা মোদির
Commonwealth Games: অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে দ্রুত শেফালি ও স্মৃতির উইকেট হারায় ভারত। তবে হরমনপ্রীত ও জেমাইমা তৃতীয় উইকেটে দুরন্ত ৯৬ রান যোগ করেন।
![Narendra Modi: 'কমনওয়েলথে ক্রিকেটে প্রথম পদক, সব সময়ই স্পেশাল', হরমনপ্রীতদের বার্তা মোদির ‘This one will always be special’: PM Modi on India's historic CWG silver in women's cricket Narendra Modi: 'কমনওয়েলথে ক্রিকেটে প্রথম পদক, সব সময়ই স্পেশাল', হরমনপ্রীতদের বার্তা মোদির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/aab38c59e1cdcab803d0184b468a33d81659947564_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহাম: অল্পের জন্য সোনার পদক জয় হয়নি। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ক্রিকেটের প্রথম সংস্করণেই বাজিমাত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ফলে রুপো জিতেছে হরমনপ্রীত বাহিনী। গতকাল ফাইনালে ৯ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে স্মৃতি, জেমিমাদের লড়াই, হরমনপ্রীতের অর্ধশতরান প্রশংসা কুড়িয়েছে সবার। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। মেয়েদের ম্যাচের পর মোদি ট্যুইটে শুভেচ্ছা জানালেন দলকে।
শুভেচ্ছাবার্তায় কী জানিয়েছেন মোদি?
Cricket and India are inseparable. Our Women's cricket team played excellent cricket through the CWG and they bring home the prestigious Silver medal. Being the first ever CWG medal in cricket, this one will always be special. Best wishes to all team members for a bright future. pic.twitter.com/jTeJb9I9XB
— Narendra Modi (@narendramodi) August 8, 2022
গতকাল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলিকে সাত রানে ফিরিয়ে দিয়ে ভারতের হয়ে শুরুটা দারুণ করেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রেণুকা সিংহ। তবে আরেক ওপেনার বেথ মুনিকে সঙ্গে নিয়ে অজি অধিনায়ক মেগ ল্যানিং দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ইনিংসকে স্থায়িত্ব প্রদান করেন। ৩৬ রানে রান আউট হন মেগ। এরপর থালিয়া ম্যাকগ্রাও অল্প রানে ফেরার পর অ্যাশলে গার্ডনার বেথ মুনির সঙ্গে চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেন। মুনি দুরন্ত ৬১ রান করেন, গার্ডনার করেন ২৫ রান।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত শেফালি ও স্মৃতির উইকেট হারায় ভারত। তবে হরমনপ্রীত ও জেমাইমা তৃতীয় উইকেটে দুরন্ত ৯৬ রান যোগ করেন। হরমনপ্রীত আগ্রাসী ভঙ্গিমা নেন, তো জেমাইমা তাঁকে স্ট্রাইক দিয়ে এক রান দুই রান করে স্কোরবোর্ড এগোতে থাকেন। কিন্তু জেমাইমা ৩৩ রানে আউট হতেই শুরু হয় ধ্বস। তিন রানে তিন উইকেট হারায় ভারত। হরমনপ্রীতও ৬৫ রানে সাজঘরে ফেরেন। নিরন্তর উইকেট হারিয়ে এক সময় ১১৮ রানে দুই থেকে ১৪৯ রানে আট উইকেট হারিয়ে ফেলে ভারত। শেষমেশ ১৫২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। নয় রানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)