এক্সপ্লোর
Advertisement
Tim Paine To Gavaskar: ওঁর যা ইচ্ছা বলতে পারেন, তাতে অস্ট্রেলিয়ার কিছু যায় আসে না, গাওস্করকেও হেয় করতে বেলাগাম পেইন
পেইন বলেছেন, 'এই বিষয়টার মধ্যে আর ঢুকতে চাই না। সুনীল গাওস্কর তাঁর মতামত রেখেছেন, যা আমাদের এতটুকুও প্রভাবিত করছে না। সানি ওনার যা ইচ্ছে বলতে পারেন। তা নিয়ে আমার বা আমাদের কিছু বলার নেই।'
ব্রিসবেন: সিরিজের নামঙ্করণ যার নামে, তাঁর মতামতে কিছু যায় আসে না! অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের বক্তব্য এমনটাই। ব্রিসবেনের গাব্বায় শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। যার আগে সুনীল গাওস্করের করা সমালোচনার পাল্টা বলতে গিয়ে পেইন কার্যত কাঁধ থেকে ধুলো ঝাড়ার ভঙ্গিতে বলেছেন, 'ওনার যা ইচ্ছে বলতে পারেন, তাতে অস্ট্রেলিয়ার কিছু যায় আসে না।'
সিডনি টেস্টের তৃতীয় দিনে হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের মনঃসংযোগ নষ্ট করার নামে টিম পেইন যা শুরু করেছিলেন, তার সমালোচনা করেছেন প্রায় সকলেই। উইকেটের পিছনে দাঁড়িয়ে অজি কিপার-ব্যাটসম্যান ক্রমাগত বিভিন্ন অযাচিত মন্তব্য করেছিলেন। জয়ের জায়গায় চলে গিয়েও ভারতের পাল্টা লড়াইয়ে ম্যাচ ড্র হওয়া নিশ্চিত জেনে শালীনতার মাত্রাও বারবার ছাড়িয়েছেন অজি অধিনায়ক।
ক্রিজে দাঁড়িয়েই যার পাল্টা হিসেবে অশ্বিন পেইনকে খোঁচা দিয়ে বলেছিলেন, তোমার ক্রিকেটীয় দিন দ্রুত তো শেষ হয়ে আসছে, তর সইছে না তোমার ভারতে যাওয়ার, কারণ ওটাই তো তোমার শেষ সিরিজ হবে। নেট বাসিন্দারা পেইনের সমালোচনার পাশাপাশি অশ্বিনের যে উত্তরের প্রশংসা করেছিলেন। ভারতের কিংবদন্তি প্রাক্তনী সুনীল গাওস্করও পেইনের অখেলোয়াড়ি মানসিকতার সমালোচনা করে পেইন কেরিয়ারেন সায়াহ্নে দাঁড়িয়ে রয়েছেন বলে জানিয়েছিলেন।
যে প্রসঙ্গে অজি অধিনায়কের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পেইন বলেছেন, 'এই বিষয়টার মধ্যে আর ঢুকতে চাই না। সুনীল গাওস্কর তাঁর মতামত রেখেছেন, যা আমাদের এতটুকুও প্রভাবিত করছে না। সানি ওঁর যা ইচ্ছে বলতে পারেন। তা নিয়ে আমার বা আমাদের কিছু বলার নেই।'
আপাতত গোটা বিষয়টা পাত্তা না দিতে চাইলেও সিডনি টেস্ট শেষের পরপরই বিশ্ব ক্রিকেটের কাছে ক্ষমা চেয়ে নিয়েছলেন টিম পেইন। পরিস্থিতির চাপে ভুলভ্রান্তি করে ফেলেছিলেন জানিয়ে এবার থেকে শুধুমাত্র ক্রিকেটীয় দিকটুকুতেই নজর দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। কারণ, মুখ চালানোর বাড়তি নজর দিতে গিয়ে কাজের কাজে বারবার ডুবেছেন অজি অধিনায়ক।
চলতি সিরিজে তিনি ফেলেছেন তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ। ২০১৭-১৮ অ্যাসেজের পর এটাই তাঁর গ্লাভস-হাতে সবথেকে খারাপ পারফরম্যান্স। সঙ্গে ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও বারবার প্রশ্নের মুখে পড়েছেন অধিনায়ক পেইন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement