এক্সপ্লোর
Advertisement
ময়ঙ্ককে আউট করে হ্যাডলি-ভেত্তোরিদের পেরিয়ে অভিনব রেকর্ড গড়লেন সাউদি, জেনে নিন কিউয়ি পেসারের নতুন কীর্তি
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ সাউদির। ডানহাতি পেসার দেশের মাটিতে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৫৩টি ম্যাচ খেলেছেন। ৯ বার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে।
ওয়েলিংটন: রবিবার ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে শুধু ভারতীয় শিবিরে জোরাল ধাক্কা মারলেন টিম সাউদি তাই নয়, গড়ে ফেললেন অভিনব রেকর্ড। নিউজিল্যান্ডের প্রথম পেসার হিসাবে দেশের মাটিতে তিনশো উইকেট নিলেন সাউদি।
কিউয়ি পেসার পেরিয়ে গেলেন কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে। নিউজিল্যান্ডের মাটিতে ২৫০টি উইকেট ছিল হ্যাডলির। সাউদি পিছনে ফেললেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরি ও ট্রেন্ট বোল্টকেও। ভেত্তোরি দেশের মাটিতে নিয়েছিলেন ২৯৯টি উইকেট। সতীর্থ বোল্ট দেশের মাটিতে ২৭৭টি উইকেট নিয়েছেন।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ সাউদির। ডানহাতি পেসার দেশের মাটিতে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৫৩টি ম্যাচ খেলেছেন। ৯ বার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে।Here is the Top 10 via @ESPNcricinfo Statsguru #StatChat #NZvIND pic.twitter.com/gmgigYOxf6
— BLACKCAPS (@BLACKCAPS) February 23, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement