Kirti Azad: ক্রিকেট ছাড়া বাকি খেলা কি দুয়োরানি? বাজেট অধিবেশনে মোদি সরকারকে খোঁচা তিরাশির বিশ্বজয়ীর
Kirti Azad Budget Session: শুধু ক্রিকেট নয়, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রেই যে প্লেয়ারদের সমানভাবে উন্নতির পথে এগিয়ে আসে সরকার, সেই আর্জিই জানিয়েছেন।
মুম্বই: লোকসভা অধিবেশনে (Loksabha) কথা বলতে গিয়ে মোদি সরকারকে একহাত নিলেন কীর্তি আজাদ (Kirti Azad)। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ এদিন অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়ে মোদি সরকারের উদ্দেশে বার্তা দেন যে আগামী অলিম্পিক্সের (Paris Olympics 2024) প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত। শুধু ক্রিকেট নয়, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রেই যে প্লেয়ারদের সমানভাবে উন্নতির পথে এগিয়ে আসে সরকার, সেই আর্জিই জানিয়েছেন। এছাড়াও কুস্তিগীরদের আন্দোলনে মোদি সরকারের কোনও পদক্ষেপ না নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিরাশির বিশ্বজয়ী।
এদিন কীর্তি আজাদ বলেন, ''একজন খেলোয়াড়ের কোন জাত বা ধর্ম নেই। আর তাই রাজনৈতিক দলগুলো, খেলাধুলাকে এতটা গুরুত্ব দেয় না যেটা তাঁদের প্রাপ্য। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই জীবনের সর্বস্তরের মানুষকে সমর্থন করার জন্য এবং তাঁদের সাহায্য করার জন্য।'' এরপরই তিনি বলেন, ''আজ আমাদের ক্রীড়াবিদদের অবস্থা এখনও শোচনীয়। ক্রিকেটাররা এখন তাও একটু ভাল পরিস্থিতিতে থাকেন। কিন্তু বাকি খেলার দুনিয়ায় যাঁরা আছেন, তাঁরা? এখনও অনেককে রেলের জেনারেল কম্পারমেন্টে যাতায়াত করতে হয়। সঠিক পরিকাঠামো পায় না তাঁরা। খাবারের কোনও ঠিক নেই। আপনি যদি অলিম্পিক্সের জন্য প্লেয়ারদের নিয়ে ভাবনা চিন্তা করতে চান, তবে ২০২৮ এর অলিম্পিক্সের জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করুন। এমনটা না যে অলিম্পিক্স খেলতে চলে যাবে প্লেয়াররা, তার পর।''