Sports Highlights: বিশ্বচ্য়াম্পিয়ন নীরজ, ডুরান্ডের সেমিতে মোহনবাগান, আজকের সেরা খবরগুলো এক ঝলকে
Todays Sports Highlights: আজকের সেরা খেলার খবরগুলো এক ঝলকে। ক্রিকেট থেকে ফুটবল, জ্যাভলিন সবই রয়েছে।
কলকাতা: বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া। ডুরান্ড কাপের সেমিতে পৌঁছে গেল মোহনবাগান। এশিয়া কাপের আগে প্রস্তুতিতে যোগ দিলেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। শাদাব খানের হুঁশিয়ারি ভারতীয় দলকে। ফের জাতীয় দলের দায়িত্বে লক্ষ্মণ। রবিবারের খেলার সেরা খবরগুলোর এক ঝলক -
বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ
অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Atheletics Championship 2023)। আবার ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা (Gold Win) জিতলেই এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। প্রথম থ্রো-তে ফাউল করেছিলেন। তবে দ্বিতীয় থ্রো-তেই ফাইনালের সেরা থ্রোটি ছিল নীরজের। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। যা আর কোনও জ্যাভলিন থ্রোয়ার টপকাতে পারেননি। ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
সেমিতে সবুজ মেরুন
ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপারজায়ান্টস। কোয়ার্টার ফাইনালে তাঁরা মুম্বই সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিল এদিন। সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ডের শেষ আটের লড়াইয়ে এদিন নেমেছিল ২ দল। আইএসএ ও ডুরান্ড মিলিয়ে প্রথমবার মুম্বই সিটিকে হারাল ফেরান্দোর দল। মোহনবাগানের হয়ে তিনটি গোল করেন কামিংস, মনবীর ও আনোয়ার আলি। মুম্বই সিটির হয়ে একটি মাত্র গোল করেন জর্জ পেরেইরা দিয়াস। আগামী ৩১ অগাস্ট সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন বাহিনী।
জাতীয় দলের সঙ্গে অনুশীলনে শ্রেয়স ও রাহুল
জাতীয় দলে যোগ দিলেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। রাহুল জাতীয় দলের সতীর্থদের সঙ্গে নেটে বেশ ছন্দেই ব্যাটিং করেছেন। তাঁর ফিটনেস নিয়ে একটু সংশয় থাকলেও এদিন একবারও মনে হয়নি তাঁকে যে তিনি অস্বস্তিতে রয়েছেন। চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিলেন শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা এশিয়া কাপের প্রস্তুতি সারছে। সেখানেই ক্যাম্পে যোগ দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ভারতীয় ক্রিকেট দলের ইনস্টাগ্রামে শ্রেয়সের সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন তার কামব্যাক সম্পর্কে। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েই পুরদমে অনুশীলন শুরু করে দিয়েছেন শ্রেয়স।
শাদাবের হুঁশিয়ারি
অজিত আগরকর বলেছিলেন পাক বোলারদের এশিয়া কাপে সামলে নেবেন বিরাট কোহলি। এবার পাল্টা হুঁশিয়ারি শাদাব খানের গলায়। পাক অলরাউন্ডার বলছেন, ''এটা নির্ভর করে টুর্নামেন্টের নির্দিষ্ট দিনে কী হয় তার ওপর। এখন ভারত বা যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু সেগুলো শুধুই কথা। কারণ কেউ যাই বলুক না কেন তা আমাদের কর্মকান্ডকে প্রভাবিত করবে না। তাই প্রতিযোগিতাটি হলে কী হয় তাও আমরা দেখতে চাই।''
ফের দায়িত্বে লক্ষ্মণ?
অতীতে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে একাধিকবার ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের (Indian Cricket Team) দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। খবর অনুযায়ী, এবার এশিয়ান গেমসেও তাঁকে ভারতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে। অপরদিকে, হৃষিকেশ কানিতকর (Hrishikesh Kanitkar) ভারতীয় মহিলা দলের (Indian Women's Cricket Team) অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।