Tokyo 2020 Paralympics: শুধু বল দেখছিলাম, আর কিছু ভাবিনি, হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বললেন ভাবিনাবেন
মরণবাঁচন ম্যাচে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে পরাজিত করে টোকিও প্যারালিম্পিক্সের রাউন্ড অফ ১৬-এ নিজের জায়গা পাকা করে নিয়েছেন ভারতীয় প্যাডলার ভাবিনাবেন হাসমুখভাই পটেল।
![Tokyo 2020 Paralympics: শুধু বল দেখছিলাম, আর কিছু ভাবিনি, হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বললেন ভাবিনাবেন Tokyo 2020 Paralympics: Bhavina Patel Talks About Her Victory, Appreciates Support Pouring In From Indians Tokyo 2020 Paralympics: শুধু বল দেখছিলাম, আর কিছু ভাবিনি, হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বললেন ভাবিনাবেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/26/053cabfbe946292044c3b323458a6a04_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বর প্যাডলারের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল। তবে মরণবাঁচন ম্যাচে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে পরাজিত করে টোকিও প্যারালিম্পিক্সের রাউন্ড অফ ১৬-এ নিজের জায়গা পাকা করে নিয়েছেন ভারতীয় প্যাডলার ভাবিনাবেন হাসমুখভাই পটেল।
টেবিল টেনিসের ক্লাস ৪ বিভাগে বিশ্বের নয় নম্বর মেগানের বিরুদ্ধে চার গেমের হাড্ডাহাড্ডি লড়াই হয় ভাবিনাবেনের। তবে ৪১ মিনিটের ম্যাচের পর শেষ হাসি হাসলেন বিশ্বের ১২ নম্বর ভারতীয় তারকাই। ১১-৭, ৯-১১, ১৭-১৫, ১৩-১১ স্কোরলাইনে ম্যাচ নিজের নামে করেন ভাবিনাবেন।
চাপ সামলে এই জয়কে কীভাবে ব্যাখ্যা করবেন? ম্যাচের পর ভাবিনাবেন বলেছেন, 'আমি শুধু বল দেখছিলাম। আর কিছু ভাবিনি, মনের মধ্যে অন্য কোনও চিন্তা আসতে দিইনি। তাহলে খেলায় তার প্রভাব পড়তই।' তিনি যোগ করেছেন, 'আমাকে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করতে থাকুন।'
বৃহস্পতিবার মাত্র আট মিনিটেই প্রথম গেম জিতে দাপুটে মেজাজে ম্যাচ শুরু করেন ভারতীয় প্যাডলার। তবে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফিরে আসেন ব্রিটেনের প্রতিযোগী। টোকিওর মেট্রোপলিটান জিমন্যাশিয়াম পরের দুই সেটে একেবারে টান টান উত্তেজনাপূর্ণ এক ম্য়াচের সাক্ষী থাকে।
দুই প্রতিপক্ষের কেউই একে অপরকে এক চুলও জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। অবশেষে শেষ হাসি হাসেন ভাবিনাবেন। দুই ম্যাচের পর তিন পয়েন্ট নিয়েই পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেন তিনি।
এদিকে, বৃহস্পতিবারই দুঃসংবাদ শুনিয়েছেন টোকিও প্যারালিম্পিকের উদ্যোক্তরা। জানিয়েছেন, এক বিদেশি অ্যাথলিটের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। উপসর্গ বেশি থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর। যা গেমস ভিলেজে আতঙ্ক তৈরি করেছে। যদিও ওই অ্যাথলিটের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। আপাতত চিকিৎসরদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে করোনা আক্রান্ত ওই অ্যাথলিটের নাম ও পরিচয় জানায়নি টোকিও প্যারালিম্পিকের আয়োজকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)