India Schedule, Tokyo Olympic 2020: মঙ্গলবার হকির সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি ভারত, নামছেন অন্নু রানিও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে মনপ্রীত সিংহর দল
টোকিও: অলিম্পিক্সে পদকের দৌড়ে ভারতের পুরুষ হকি দল। আগামীকাল মঙ্গলবার সাত সকালে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারতের হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে মনপ্রীত সিংহর দল। দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ আগের ম্যাচে গোল করেছেন। মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি ভারত।
এছাড়াও আগামীকাল মহিলাদের জ্যাভেলিন থ্রো কোয়ালিফিকেসন গ্রুপ এ-তে নামছেন ভারতের অন্নু রানি। ভোর ৫.৫০-এ হবে এই ইভেন্টের খেলা।
পুরুষদের শট পাট কোয়ালিফিকেশন গ্রুপ এ-তে বিকেল পৌনে চারটেয় নামছেন তেজিন্দরপাল সিংহ টুর।
কুস্তি
মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে সোনম মালিক বনাম বোলোরতুয়া খুরেলখু-র ম্যাচ। যোগ্যতা অর্জন করলে সোনম মালিক খেলবেন মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগের কোয়ার্টারফাইনালে। এরপর যোগ্যতা অর্জন করলে সেমিফাইনালে খেলবেন সোনম মালিক।
সকাল সাড়ে ছয়টায় পুরুষদের টুর্রামেন্টের কোয়ার্টার ফাইনালে ম্যাচ স্লোভিনিয়ার বিরুদ্ধে জার্মানির।ভোর সাড়ে পাঁচ টায় পুরুষদের টুর্নামেন্টে মুখোমুখি কানাডা ও আরওসি। ভোর সাড়ে পাঁচটায় বিচ ভলিবলে মহিলাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। টেবিল টেনিসে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ রয়েছে জাপান ও সুইডেনের মধ্যে।
টোকিও অলিম্পিক্সে রবিবার পদক এসেছে ঝুলিতে। সুপার সানডেতে সুপার পারফরম্যান্সে বাজিমাত করেছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ এসেছে। এর আগে এবার সোমবারও পদকের আশায় বুক বাঁধবে কোটি কোটি ভারতবাসী। এর আগে চলতি অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু।
ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু।মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি।