Tokyo Olympics Closing Ceremony: অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে বজরংয়ের হাতে তেরঙ্গা, থাকছেন ১০ অফিশিয়াল
ইভেন্টের সমাপ্তি অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার ১০ জন অফিশিয়াল অংশ নিতে পারবেন। তবে অ্যাথলিটদের জন্য এমন কোনও নিয়ম নেই। অ্যাথলিটরা যতজন রয়েছেন, প্রত্যেকেই সেক্ষেত্রে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
টোকিও: আজ শেষ হয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক্স। আর ইভেন্টের সমাপ্তি অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার ১০ জন অফিশিয়াল অংশ নিতে পারবেন। তবে অ্যাথলিটদের জন্য এমন কোনও নিয়ম নেই। অ্যাথলিটরা যতজন রয়েছেন, প্রত্যেকেই সেক্ষেত্রে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এদিন ভারতীয় সময় অনুসারে বিকেল ৪.৩০টায় এই সমাপ্তি অনুষ্ঠান হবে।
আপাতত যা জানা গিয়েছে, তাতে কুস্তিতে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়াকে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে জাতীয় পতাকা নিয়ে দেখা যাবে। কুস্তি ও হকি তারকাদেরই দেখা যাবে সমাপ্তি অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্লেজার পরে দেখা গিয়েছিল ভারতীয় অ্যাথলিটদের। কিন্তু সমাপ্তি অনুষ্ঠানে অবশ্য তেমন কোনও নিয়ম থাকছে না। সাধারণ ট্র্যাক প্যান্টেও হাঁটতে পারবেন অ্যাথলিটরা। ভারতের হয়ে এবার একমাত্র সোনা জিতেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তাঁকে আগামী বছর এশিয়ান গেমসে ও কমনওয়েলথ গেমসে উদ্বোধনী মার্চ পাস্টে জাতীয় পতাকা হাতে দেখা যেতে পারে।
টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে স্টেডিয়ামে যখন এসেছিল ভারতীয় দল, তখন সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন মনপ্রীত সিংহ ও মেরি কম। জাতীয় দলের পতাকা বহন করছিলেন মেরি কম ও মনপ্রীত সিংহ। এই নিয়ে ২৫ তম বার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিল ভারতীয় দল।
করোনার বাড়বাড়ন্ত বেড়েই চলেছে টোকিওতে এখনও। টোকিও অলিম্পিক্স শুরুর আগের দিন করোনা আতঙ্কে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেক ভারতীয় অ্যাথলিটরাই। মাত্র ২৮ জন অ্যাথলিট মোট মার্চ পাস্টের অনুষ্ঠানে হেঁটেছিলেন। যে কোনও দেশের যা সবচেয়ে কম সংখ্যক প্রতিনিধি। ভারতের হয়ে জাতীয় পতাকা ধরতে দেখা গিয়েছিল হকিতে ভারতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিংহকে। যদিও আর কেউ হকি দল থেকে ছিলেন না সেই মার্চ পাস্টে। শ্যুটিং, ব্যাডমিন্টন, আর্চারি ও হকি দলের খেলা ছিল উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিনই। তাই এই দলের কোনও অ্যাথলিটকেই দেখতে পাওয়া যায় নি অনুষ্ঠানে। তবে সমাপ্তি অনুষ্ঠানের ক্ষেত্রে কিছুটা নিয়মে শিথিল করা হল।