Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিক্সে গল্ফে পদক হাতছাড়া অদিতি অশোকের
শেষ মুহূর্তে এসে পদক হাতছাড়া করলেন ভারতের অদিতি অশোক। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল রাউন্ডে চার নম্বরেই থামতে হল ভারতীয় গল্ফারকে। অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া করলেন অদিতি।
টোকিও: অলিম্পিক্সে গল্ফে ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে পদক হাতছাড়া করলেন ভারতের অদিতি অশোক। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল রাউন্ডে চার নম্বরেই থামতে হল ভারতীয় তারকাকে। অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া করলেন অদিতি। শেষ রাউন্ডে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮। সার্বিকভাবে চার রাউন্ডে তাঁর স্কোর ফিফটিন আন্ডার পার ২৬৯। এদিন চতুর্থ রাউন্ডে নামার আগে দ্বিতীয় পজিশনে ছিলেন অদিতি। এদিন সকালে ফাইনাল রাউন্ড শুরু হওয়ার পর থেকেই পজিশনে ওপর নীচ হচ্ছিল অদিতির। কিন্তু তবুও নিজের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছিলেন অদিতি। কিন্তু জাপান ও নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে দেন অদিতিকে।
এদিন চতুর্থ রাউন্ডে খেলার মাঝেই হঠাৎ করে বৃষ্টি নামে। সেই সময় তৃতীয় পজিশনে ছিলেন অদিতি। এরপর যখন বৃষ্টি থামে, তারপর ফের শুরু হয় খেলা। কিন্তু তখনই অদিতি নেমে যান তাঁর পজিশন থেকে। চতুর্থ স্থানে নেমে যান তিনি। টোকিওয় মেয়েদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের শেষ রাউন্ডে ১৩টি হোলের পর অদিতি ছিলেন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। জাপানের মোনে ইনামি ও নিউজিল্যান্ডের লিদিয়া কো ছিলেন অদিতির সঙ্গে একাসনে। শীর্ষ ছিলেন আমেরিকার নেলি করদা। কিন্তু এরপর থেকেই প্রতি হোলের পর পিছিয়ে যেতে থাকেন অদিতি। আর প্রথম তিনে পরে ফিরতে পারেননি তিনি।
গল্ফে এখনও পর্যন্ত অলিম্পিক্সের থেকে কোনও পদক পায়নি ভারত। অদিতির পারফরম্যান্সই এবার সেই আশা জাগিয়েছিল। রিওতে ৪১ নম্বরে শেষ করেছিলেন। এবার চতুর্থ স্থানে শেষ করলেন। মহিলা ইউরোপিয়ান ট্যুর ও এলপিজিএ ট্যুরে খেলার অভিজ্ঞতা রয়েছে অদিতির। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার অলিম্পিক্সে পারফর্ম করছেন এই তরুণী। ৫টি প্রফেশনাল উইন রয়েছে তাঁর নামের পাশে। ২০১৬ সালে রিওতে প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে খেলতে নামেন অদিতি। কিন্তু সেবার অদিতি খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি। ব্যাঙ্গালোরে জন্ম হওয়া এই তরুণী মাত্র ৫ বছর বয়স থেকেই গল্ফ খেলা শুরু করেছিলেন। ২০১৬ সাল থেকে পেশাদার গল্ফার হিসেবে খেলছেন অদিতি।