Bhavinavben Wins Silver: টোকিও প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের, টেবিল টেনিসে রুপো জয় ভাবিনার
Bhavinavben Wins Silver: টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনা। ফাইনালে তিনি হেরে গেলেন চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে।
![Bhavinavben Wins Silver: টোকিও প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের, টেবিল টেনিসে রুপো জয় ভাবিনার Tokyo Paralympics 2020 India Bhavinaben Patel Takes Home Silver Loses China Table Tennis Final Bhavinavben Wins Silver: টোকিও প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের, টেবিল টেনিসে রুপো জয় ভাবিনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/29/a2778cf7baccfe1a69907adbe84ab4a3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: রুপোর মেয়ে ভাবিনাবেন পটেল। টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনা। ফাইনালে তিনি হেরে গেলেন চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। বিশ্বের ১ নম্বর ইং ঝৌয়ের বিরুদ্ধে হেরে গেলেন ভাবিনা। ৩-০ ফলে হারলেন ভারতের এই প্যারা অ্যাথলিট।
মহিলাদের সিঙ্গলসে ক্লাব ফোর ফাইনালে পৌঁছে সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ভাবিনা। কিন্তু বিশ্বের ১ নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই যে কঠিন হবে, তা আন্দাজ করা যাচ্ছিল। বেজিং ও লন্ডন প্যারালিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছিলেন ঝৌ।
এদিন ম্যাচের শুরুতেই প্রথম গেমে ১১-৭ ফলে হেরে যান ভাবিনাবেন। এরপর দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেছিলেন ভাবিনা। পরপর তিনটে পয়েন্ট তুলে নিয়েছিলেন। কিন্তু ফের একবার দ্বিতীয় গেমেও জয় ছিনিয়ে নেন ঝৌ। দ্বিতীয় গেমে ভাবিনা হারেন ১১-৫ এ। তৃতীয় গেমে লড়়াইটা দারুণ করেছিলেন ভাবিনা। প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে গিয়েও ফিরে এসেছিলেন। ৮-৬ পয়েন্ট হয় একসময় খেলায় তৃতীয় গেমে। কিন্তু এখানও শেষ হাসি হাসেন ঝৌ। তৃতীয় গেমে জিতে যান চিনের প্রতিযোগী ১১-৬ এ। এর ফলেই ৩-০ এ ম্যাচ জিতে যান তিনি।
'জাতীয় ক্রীড়াদিবসে কী অসামান্য শুরু। প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন ভাবিনা পটেল। অনেক অভিনন্দন।' ট্যুইট কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর। ভাবিনা পটেলকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ট্যুইটারে তিনি লিখেছেন, 'রুপো জয়ের জন্য অনেক অভিনন্দন ভাবিনা। গোটা দেশ তোমাকে সাধুবাদ জানাচ্ছে। দেশকে গর্বিত করেছো তুমি।'
প্যারালিম্পিক্সে রুপোজয়ী ভাবিনাবেন পটেলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভাবিনাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'প্যারালিম্পিক্সে রুপো জয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় অ্যাথলিটদের অনুপ্রেরণা জুগিয়েছেন ভাবিনা। তোমার প্রতিভা ও দৃঢ়তা দেশকে এই সাফল্য এনে দিল। ভাবিনাকে অনেক অনেক শুভেচ্ছা।'
ভাবিনা পটেলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, 'ইতিহাস রচনা করলেন ভাবিনা পটেল। ঐতিহাসিক রুপো জয়ের জন্য তাঁকে অনেক অভিনন্দন। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ভাবিনা পটেল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)