এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানের বিরুদ্ধে বাটলারের ব্যাটে ঝড়, ৫০ বলে সেঞ্চুরি, ৩৭৩ রান ইংল্যান্ডের
বাটলারের অপরাজিত ১১০ রানের ইনিংসে ছিল নয়টি ছয়, চারটি চার। হাসান আলিকে স্ট্রেট ড্রাইভে ওভার বাউন্ডারি মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান বাটলার। ব্যাট হাতে বাটলারের দাপট এতটাই ছিল যে, তাঁর ইনিংসের দ্বিতীয় ৫০ রান আসে মাত্র ১৮ বলে।
সাউদাম্পটন: পাকিস্তানের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ব্যাটিং ইংল্যান্ডের জোস বাটলারের। তাঁর ৫০ বলে সেঞ্চুরি ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩৭৩ রান বিশাল স্কোর খাড়া করল ইংল্যান্ড।
বাটলারের অপরাজিত ১১০ রানের ইনিংসে ছিল নয়টি ছয়, চারটি চার। হাসান আলিকে স্ট্রেট ড্রাইভে ওভার বাউন্ডারি মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান বাটলার। ব্যাট হাতে বাটলারের দাপট এতটাই ছিল যে, তাঁর ইনিংসের দ্বিতীয় ৫০ রান আসে মাত্র ১৮ বলে।
হাসানের বলে
' ইনসাইড আউট' ছক্কা ছিল ইনিংসে তাঁর সেরা শট। আর শাহিন আফ্রিদির বলে যে পুট শটে বল বাউন্ডারির বাইরে তিনি পাঠিয়েছেন, সেটিও কম আকর্ষণীয় নয়।
দলের অধিনায়ক ইওন মর্গ্যান (অপরাজিত ৭১)-এর সঙ্গে অবিচ্ছিন্ন জুটতে ১৬১ রান যোগ করেন বাটলার।
বিশ্বকাপের আগে বাটলারের এই ইনিংস স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস যোগাবে আয়োজক দলকে। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের দাপটের ছবিটিও ফুটে উঠল।
২০১৫-র বিশ্বকাপটা আদৌ ভালো যায়নি ইংল্যান্ডের। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। তারপর থেকে প্রচুর উন্নতি হয়েছে দলে। বিশ্বকাপের পর এখনও পর্যন্ত ৩৫ ম্যাচে ৩০০-র বেশি রান করল তারা। ২০১৫-র বিশ্বকাপের আগে তারা সবমিলিয়ে ৩৪ বার ৩০০ বা তার বেশি রান করে।
মহম্মদ আমির ছাড়া পাক বোলিংকে খুবই সাদামাটা লেগেছে। হাসান তাঁর ১০ ওভারে ৮১ এবং আফ্রিদি ৮০ রান দিয়েছেন।
বাটলার-ঝড়ের আগে জেসন রয় (৮৭) এবং জনি বেয়ারস্টো (৫১) দলের ইনিংসের ভিত গড়ে দেন। টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement