Sports HIghlights: ভারতের জয়, গাওস্করের তোপ, দায়িত্ব ছাড়লেন অরুণ লাল, আজ খেলার মাঠে সারাদিন কী হল?
Top Sports HIghlights: এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে রোহিত-শিখর ওয়ান ডেতে ওপেনিং জুটিতে পাঁচ হাজার রান যোগ করার মাইলফলক স্পর্শ করলেন।
কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের। নজির গড়লেন রোহিত শর্মা ও শিখর ধবন। বাংলা দলের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন এবিপি লাইভকে। গাওস্করের তোপ। আজ সারাদিন খেলার মাঠের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে -
বুমরা, রোহিতদের দাপটে জয় ভারতের
প্রথমে বোলারদের দাপট। এরপর ২ ওপেনারের দুরন্ত পার্টনারশিপ। ইংল্য়ান্ডের (England Cricket Team) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। বল হাতে বুমরা, শামিদের দাপটে মাত্র ১১০ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্য়াট করতে নেমে ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারতীয় দল। যশপ্রীত বুমরা একাই ৬ উইকেট নিলেন। ব্যাট হাতে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেললেন রোহিত শর্মা।
সৌরভ-সচিনের কৃতিত্বে ভাগ
ওয়ান ডেতে সৌরভ-সচিনই ওয়ান ডেতে সর্বাধিক ৬৬০৯ রান যোগ করেছেন। তাদের সেই নজির এখনও অক্ষত। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে রোহিত-শিখর ওয়ান ডেতে ওপেনিং জুটিতে পাঁচ হাজার রান যোগ করার মাইলফলক স্পর্শ করলেন। ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ান (India vs England 1st ODI) ডেতে মাত্র ছয় রান করলেই এই মাইলফলক স্পর্শ করে ফেলতেন রোহিত-শিখর। নজির তো স্পর্শ করলেনই। বরং অপরাজিত শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে দাপটের সঙ্গে প্রথম ওয়ান ডে জিততেও সাহায্য করলেন ভারতীয় ওপেনাররা।
তুরস্কে যাচ্ছেন সস্ত্রীক অরুণ লাল
বাংলা ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এবার নিজের জন্য সময় দিতে চান অরুণ লাল। তিনি বলেন, ''আমি এই মুহূর্তে ক্রিকেট থেকে পুরোপুরি কিছুদিন বিশ্রামে থাকতে চাই। স্ত্রী-কে নিয়ে পুজোয় তুরস্কে ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে। বিয়ের পর এখনও পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এবার তাই একটু নিজেকে ও স্ত্রীকে সময় দিতে চাই। তাছাড়া খুব তাড়াতাড়ি দার্জিলিং, কালিম্পং যাচ্ছি। বুলবুল স্কুলের শিক্ষিকা, ওঁর স্কুলের ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ব।''
ক্ষোভ গাওস্করের
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে থাকলেও, ক্যারিবিয়ান সফরে ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। এর ফলেই ক্ষেপে লাল সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। প্রাক্তন ভারতীয় অধিনায়ক, বোর্ডের এই বিশ্রাম দেওয়ার তত্ত্বকে একেবারেই মেনে নিতে পারছেন না। তাঁর সাফ কথা, সিনিয়র ক্রিকেটাররা যদি বিনা বিশ্রামে আইপিএলে খেলতে পারে, তাহলে তাদের ভারতীয় দলের হয়েও মাঠের না নামার কোনও কারণই থাকতে পারে না। তিনি বলেন, ''আমি খেলোয়াড়দের এই বিশ্রাম দেওয়ার তত্ত্বটা একেবারেই বুঝি না। আইপিএল খেলার সময় তো বিশ্রাম চায় না কেউ, তাহলে ভারতীয় দলের হয়ে খেলার সময় কীসের বিশ্রাম প্রয়োজন? টি-টোয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার খেলা, তাতে শরীরের উপর এমন কী চাপ পড়ে? টেস্ট হলে না হয় বুঝতাম।''
ফেডেরারের অবসর জল্পনা
সম্প্রতি ফেডেরার জানান, টেনিস তাঁর জীবনের এক বিরাট বড় অঙ্গ হলেও, সেটাই তাঁর গোটা জীবন নয়। তিনি বলেন, ''আমি উইনার। তবে যখন প্রতিযোগিতা করার মতো আর ক্ষমতা থাকে না, তখন থেমে যাওয়া উচিত। আমার মনে হয় না টেনিসই আমার জীবনের সব। আমার ছেলে ভাল কিছু করলে বা আমার মেয়ে ভাল নম্বর পেলেও আমি খুশি হই। টেনিস জীবনের বড় অঙ্গ বটে। তবে এর পাশাপাশি আমি নিজের ব্যবসার দিকেও নজর দিতে চাই। খেলার বাইরেও যা যা করা সম্ভব, সেগুলি করতে চাই। পেশাদার কেরিয়ার যে সারাটা জীবন ধরে চলতে পারে না, সেটা আমি ভালভাবেই জানি এবং মেনেও নিয়েছি।''
আরও পড়ুন: আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম, স্ত্রী বুলবুলকে নিয়ে পুজোয় তুরস্কে যাচ্ছেন অরুণ লাল