এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত
ঢাকা: আয়োজক দেশ বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারত। আজ ফাইনালে উত্তেজক ম্যাচে কঠিন লড়াইয়ের পর জয় পায় ভারতীয় দল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪-৫ গোলে হেরে গিয়েছিল ভারত। ফাইনালে একই ব্যবধানে জিতে সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল। খেলা শেষ হওয়ার তিন সেকেন্ড আগে গোল করে ভারতকে চ্যাম্পিয়ন করেন অভিষেক।
এই ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক রুমন সরকার। তবে এই গোল ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরের মিনিটেই সমতা ফেরান শিবম। তবে বিরতির ঠিক আগে ফের এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল করেন মহম্মদ মহসিন। বিরতির সময় ২-১ গোলে এগিয়েছিল বাংলাদেশ।
বিরতির পর খেলায় ফেরে ভারত। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে দেন হার্দিক সিংহ। ৫০ মিনিটে গোল করে প্রথমবার ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিংহ। তবে ৬০ মিনিটে সেই গোল শোধ করে দেন মহম্মদ আশরাফুল ইসলাম। দু মিনিট পরেই ফের ভারতকে এগিয়ে দেন ইবুঙ্গো সিংহ কোঞ্জেংবাম। ৬৪ মিনিটে ফের সমতা ফেরান মেহবুব হোসেন। বাংলাদেশের সমর্থকরা যখন ধরে নিয়েছেন খেলা টাইব্রেকারে গড়াবে, ঠিক তখনই গোল করে আয়োজক দেশের স্বপ্নভঙ্গ করেন অভিষেক।
গতকাল সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হল হরেন্দ্র সিংহর দল। ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন হার্দিক। প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন পঙ্কজ কুমার রজক। ডিসেম্বরে জুনিয়র বিশ্বকাপের আগে এই জয় ভারতীয় দলের মনোবল বাড়াবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement