Ultimate Test Series: ২০২০-২১ মরসুমের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজই সর্বকালের সেরা, জানাল আইসিসি
Border-Gavaskar series: ৭০ লক্ষেরও বেশি মানুষের ভোটে বর্ডার-গাওস্কর সিরিজ সর্বকালের সেরা হয়েছে।

দুবাই: ২০২০-২১ মরসুমের ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজই দর্শকদের বিচারে সর্বকালের সেরা। এমনই জানাল আইসিসি। ১৬টি টেস্ট সিরিজকে সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছিল আইসিসি। তারপর এই ১৬টির মধ্যে সেরা হিসেবে একটি টেস্ট সিরিজকে বেছে নেওয়ার জন্য দর্শকদের মতামত জানতে চাওয়া হয়। সারা বিশ্বের ৭০ লক্ষেরও বেশি ক্রিকেটপ্রেমী নিজেদের মতামত জানিয়েছেন। তাঁদের ভোটেই ২০২০-২১ মরসুমের বর্ডার-গাওস্কর ট্রফি সর্বকালের সেরা হিসেবে গণ্য হয়েছে।
আইসিসি যে ১৬টি টেস্ট সিরিজকে সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছে, তার মধ্যে তিনটি সিরিজের সঙ্গে যুক্ত ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের জেতা টেস্ট সিরিজটি যেখানে সর্বকালের সেরা হিসেবে গণ্য হচ্ছে, তেমনই দ্বিতীয় স্থানে আছে ১৯৯৯ সালে ভারতের মাটিতে হওয়া ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ। সেই সিরিজের দু’টি টেস্টের মধ্যে একটি করে জিতেছিল ভারত ও পাকিস্তান। ২০০১ সালে ভারতের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজও সর্বকালের সেরা টেস্ট সিরিজগুলির তালিকায় অন্যতম। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে সেই সিরিজ জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত।
তবে এবার অস্ট্রেলিয়া সফরে প্রথম দলের একঝাঁক ক্রিকেটার না থাকা সত্ত্বেও তরুণদের নিয়ে যেভাবে জয় ছিনিয়ে এনেছে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল, সেটা নিঃসন্দেহে সেরা কৃতিত্ব। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ৮ উইকেটে হেরে যায় ভারতীয় দল। এরপর ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসেন অধিনায়ক বিরাট কোহলি। চোটের জন্য ছিটকে যান একাধিক সিনিয়র ক্রিকেটার। সেই অবস্থা থেকে মেলবোর্ন টেস্ট ৮ উইকেটে জিতে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। সিডনিতে তৃতীয় টেস্ট জিততে না পারলেও, ভারতীয় দলই দাপট দেখায়। ব্রিসবেনে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ৩ উইকেটে জিতে বর্ডার-গাওস্কর ট্রফি দখল করেন রাহানেরা। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এছাড়া মহম্মদ সিরাজ, টি নটরাজন, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দররা দলকে ভরসা দেন। তার ফলেই ভারতের জয় আসে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
