এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি ২০ ম্যাচে বিশ্রাম উমেশ, বুমরাহ, কুলদীপকে, দলে এলেন সিদ্ধার্থ
চেন্নাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হল ভারতীয় বোলার উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হল। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাঁদের তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে। আগামী বরিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চলতি টি ২০ সিরিজের শেষ ম্যাচ। ওই ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার সিদ্ধার্থ কউল।
বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি বলেছেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে যাতে শারীরিকভাবে তরতাজা থাকেন, তা নিশ্চিত করতেই ওই তিন বোলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজের শেষ টি ২০ ম্যাচের জন্য নির্বাচক কমিটি সিদ্ধার্থকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দুটি ম্যাচে কুলদীপ পাঁচ এবং বুমরাহ ৩ উইকেট নিয়েছেন। উমেশ প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে খেলেননি।
গত জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি ২০ তে অভিষেক হয়েছে সিদ্ধার্থর। এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন তিনি।
ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই ২-০ এগিয়ে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement