এক্সপ্লোর
Advertisement
শার্দুলের পরিবর্ত হিসেবে একদিনের দলে ফিরলেন উমেশ
নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিধ্বংসী বোলিংয়ে ১০ উইকেট তুলে নেওয়ার পুরস্কার পেলেন উমেশ যাদব। ভারতের একদিনের স্কোয়াডে শার্দুল ঠাকুরের পরিবর্তে ডাক পেলেন উমেশ।
নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল বেছে নিয়েছিলেন। কিন্তু চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন শার্দুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে তাঁর দলে ফেরার সম্ভাবনা নেই।
শার্দুলের টেস্ট অভিষেকটাও একেবারেই প্রত্যাশামাফিক হয়নি। মাত্র ১০ টি বল করেই চোটের জন্য মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।
শার্দুল পুরোপুরি ফিট ছিলেন কিনা এবং টেস্ট স্কোয়াডে তাঁকে অন্তর্ভূক্ত করার আগে তাঁর রিহ্যাব ঠিকমতো হয়েছিল কিনা, তা নিয়ে বেশ বিতর্ক দানা বেঁধেছে।
শার্দুল চোট পাওয়ার পর হায়দরাবাদ টেস্টে পেস বোলিং আক্রমণের পুরো দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বিধ্বংসী বোলিং করেন উমেশ। প্রথম ইনিংসে ৮৮ রানে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৪ উইকেট দখল করেন তিনি।
৭৩ একদিনের ম্যাচে উমেশের সংগ্রহ ১০৫ উইকেট। নীল জার্সিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল গত জুলাইতে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে।
প্রথম দুটি ম্যাচের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, অম্বাতি রায়ডু, মণীষ পান্ডে, এমএস ধোনি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাডেজা, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, খলিল আগমেদ, উমেশ যাদব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement