এক্সপ্লোর
মঈন আলির অপরাজিত শতরান, প্রথম দিন দাপট ইংল্যান্ডের

চেন্নাই: দিনের শুরুটা ভাল করেও, সেই সুবিধা ধরে রাখতে পারল না ভারত। উল্টে মঈন আলির অপরাজিত ১২০ এবং জো রুট (৮৮) ও জনি বেয়ারস্টোর (৪৯) অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান করে সুবিধাজনক জায়গায় থাকল ইংল্যান্ড।
সাইক্লোন ভরদার দাপটে বিধ্বস্ত চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টের আগে দু দলই নেট প্র্যাকটিস করতে পারেনি। তা সত্ত্বেও এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। তবে শুরুটা ভাল হয়নি। দিনের ষষ্ঠ ওভারেই গত ম্যাচের শতরানকারী কেটন জেনিংসকে (১) ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। দলের সাত রানের মাথায় প্রথম উইকেট পড়ার পর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক কুকও। তিনি রবীন্দ্র জাডেজার বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও তার আগে টেস্টে ১১ হাজার রান পূরণ করেন কুক।
২১ রানে ২ উইকেট পড়ার পর ভারতীয় সমর্থকরা যখন উল্লসিত হয়ে ওঠেন, ঠিক তখনই তাঁদের আশাহত করে পাল্টা লড়াই শুরু করেন রুট ও মঈন। তাঁদের জুটিতে ১৪৬ রান যোগ হয়। রুট ফিরে যাওয়ার পর বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ৮৬ রান যোগ করেন মঈন। দিনের শেষে তাঁর সঙ্গে ক্রিজে বেন স্টোকস (৫)। জাডেজা তিনটি এবং ইশান্ত একটি উইকেট নিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
