এক্সপ্লোর
Advertisement
রোহিত শর্মার অপরাজিত শতরান, জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
৫১ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ দু’টি করে উইকেট নেন।
সাউদাম্পটন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। জয়ের নায়ক ওপেনার রোহিত শর্মা ও লেগস্পিনার যুজবেন্দ্র চাহল। রোহিত ১২২ রানে অপরাজিত থাকেন। ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ দু’টি করে উইকেট নেন। ১৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
এদিন টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে ২২৭ রানে বেঁধে রাখে বিরাট কোহলির দল। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আট নম্বরে ব্যাট করতে নামা ক্রিস মরিস। অধিনায়ক ফাফ দু প্লেসি করেন ৩৮ রান। কাগিসো রাবাডা ৩১ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের চতুর্থ ওভারেই হাশিম আমলাকে (৬) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন বুমরাহ। তিনিই অপর ওপেনার কুইন্টন ডি কককে (১০) ফেরান। এরপর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার চাহল ও কুলদীপ যাদব। ফলে দক্ষিণ আফ্রিকার পক্ষে বড় রান করা সম্ভব হয়নি।
রান তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধবনের (৮) উইকেট হারায় ভারত। বিরাটকেও (৩৪ বলে ১৮) এদিন পরিচিত মেজাজে দেখা যায়নি। লোকেশ রাহুল ২৬ ও মহেন্দ্র সিংহ ধোনি করেন ৩৪ রান। তবে শুরু থেকে শেষপর্যন্ত দাপটের সঙ্গে ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রোহিত। হার্দিক পাণ্ড্য ১৫ রানে অপরাজিত থাকেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement