এক্সপ্লোর
Advertisement
ধবনের অপরাজিত শতরান, ৮ উইকেটে জিতে সিরিজ দখল ভারতের
বিশাখাপত্তনম: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ৮ উইকেটে সহজ জয় পেয়ে সিরিজ দখল করল ভারত। এই জয়ে বড়় অবদান থাকল ওপেনার শিখর ধবনের। ১০০ রানে অপরাজিত থাকলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। বল হাতে ভাল পারফরম্যান্স দেখালেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহল।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যে দল জিতবে তারাই সিরিজ দখল করবে, এই অবস্থায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেও, পরপর উইকেট হারিয়ে মাত্র ২১৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনার উপুল থরঙ্গা করেন ৯৫ রান। সাদিরা সমরবিক্রমা করেন ৪২ রান। এছাড়া আর কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। কুলদীপ ও চাহল তিনটি করে উইকেট নেন। হার্দিক পাণ্ড্য দু’উইকেট নেন।
এদিন চতুর্থ ওভারেই জসপ্রীত বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দানুষ্কা গুণতিলকা (১৩)। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। থরঙ্গা ও সমরবিক্রমার জুটিতে যোগ হয় ১২১ রান। সেই সময় মনে হচ্ছিল, শ্রীলঙ্কা বড় রান করবে। কিন্তু এরপরেই নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন কুলদীপ, চাহলরা। ফলে অল্প রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতের (৭) উইকেট হারায় ভারত। তবে ধবন ও শ্রেয়াস আয়ারের (৬৫) জুটি ভারতের জয় নিশ্চিত করে দেয়। এই জুটিতে যোগ হয় ১৩৫ রান। দীনেশ কার্তিক ২৬ রানে অপরাজিত থাকেন।
ধর্মশালায় এই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু মোহালিতে দুরন্ত কামব্যাক করে রোহিতের দল। অধিনায়ক রোহিত একদিনের ক্রিকেটে তাঁর তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন। শিখর ধবনের মারমুখী ইনিংস, নবাগত শ্রেয়স আয়ারের চমৎকার পারফরম্যান্সে ফের জমাট লেগেছে দলকে। এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। ২০১৫-র অক্টোবরের পর ঘরের মাঠে কোনও সিরিজ এখনও পর্যন্ত হারেনি ভারত। সেই রেকর্ড বজায় থাকল।
এই ম্যাচে ভারতের দলে একটি মাত্র পরিবর্তন হয়। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে ফেরেন কুলদীপ। আর দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement