এক্সপ্লোর
Advertisement
দল বাছাইয়ে ধোনির প্রতি ‘অন্যায় পক্ষপাতিত্ব’! ক্ষোভ উগরে দিলেন ভাজ্জি
নয়াদিল্লি: ভারতের দল বাছাই নিয়ে ক্ষোভ উগরে দিলেন অফস্পিনার হরভজন সিংহ। সীমিত ওভারের দল বাছাইয়ের ক্ষেত্রে যেভাবে মহেন্দ্র সিংহ ধোনিকে 'বাড়তি সুবিধা' দেওয়া হয়, তা নিয়ে চূড়ান্ত অসন্তোষ উগরে দিয়েছেন ভাজ্জি। পঞ্জাবের এই স্পিনারের বক্তব্য, তাঁকে যেখানে মাঠের ধারে বসে সুযোগের অপেক্ষা করতে হয়, সেখানে ধোনির প্রতি সবসময়ই পক্ষপাতিত্ব করা হয়।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঠাঁই হয়নি ভাজ্জির। এ নিয়ে জাতীয় নির্বাচকদের কড়া সমালোচনায় মুখর হয়েছেন তিনি। হরভজনের অভিযোগ, নির্বাচকরা কয়েকজন ক্রিকেটারকে অগ্রাধিকার দেন। অন্যদিকে, তাঁর মতো অনেক ক্রিকেটাররা অবহেলিত থেকে যান।
হরভজন ধোনির প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, এটা ঠিক যে, শুধু ব্যাটিং নয়, ভারতীয় দলকে আরও অনেক কিছু দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু সম্প্রতি ধোনি ব্যাটিংটা ভালো করছেন না।
তরুণ ক্রিকেটারদের ওপর ধোনির প্রভাবের গুরুত্ব স্বীকার করেও ভাজ্জি বলেছেন, তিনিও তো দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ভারতের হয়ে ১৯ বছর খেলেছেন। তাহলে তাঁর প্রতি এই উপেক্ষা কেন, সেই প্রশ্ন তুলেছেন হরভজন। তিনি বলেছেন, এই প্রশ্ন নির্বাচকদের করা দরকার।
হরভজন বলেছেন, তিনি নিজের গুণগান করতে চান না। ধোনির মতোই তিনি দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন, খেলাটাও তাঁদের মতোই বোঝেন এবং অন্যদের মতো দলের ক্ষেত্রে তাঁর অবদানও রয়েছে। অন্যদের মতো তাঁরাও দেশের হয়ে খেলতে চান বলে জানিয়েছেন ভাজ্জি।
নিজের বক্তব্যের সমর্থনে আর এক সিনিয়র ক্রিকেটার গৌতম গম্ভীরকে দলে না নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেছেন । তিনি বলেছেন, আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও গম্ভীরের নাম বিবেচনা করা হয়নি। আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৬.৪৮ গড়ে বোলিং করলেও তাঁর কথাও ভাবা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।
হরভজন বলেছেন, ‘এটা একেবারেই নায্য নয়। তাহলে আমরা এ ধরনের টুর্নামেন্ট খেলি কেন? আমরা তো ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্যই তো খেলি’।
শেষপর্যন্ত ভাজ্জি আর অশ্বিনকে দলে নেওয়া নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, অশ্বিন দলে জায়গা পাওয়া নিয়ে এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি আইপিএলে খেলেননি। একইসঙ্গে ভাজ্জি অশ্বিনকে ‘চ্যাম্পিয়ন বোলার’ হিসেবেও মন্তব্য করেছেন।
হরভজন বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অশ্বিন যাতে ফিট হয়ে উঠতে পারেন সেজন্য অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এটা আমি বুঝি। কিন্তু কেউ ভালো পারফর্ম করলে তাঁর পুরস্কার সে পাবে না কেন। তার নামটা অন্তত বিবেচনা করা হোক। দুজন আলাদা ক্রিকেটারের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন?’
হরভজনের আরও অনুযোগ, দলে ঠাঁই পেতে কী করতে হবে বা কারুর দুর্বলতা কোথায়, এ বিষয়ে কোনও কিছুই জানানো হয় না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement