ODI World Cup: মর্মান্তিক! বিশ্বকাপ ফাইনাল দেখতে দেখতেই বচসা, ছেলেকে খুন করলেন বাবা
ODI World Cup 2023: পুলিশ সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে বিশ্বকাপ ফাইনালের দিন দুজনেই টিভিতে ফাইনালে চোখ রেখেছিলেন। কিন্তু সেই সময় ছেলে দীপক তার বাবাকে বলেন যে রাতের খাবার সেরে তারপর খেলা দেখতে।
কানপুর: টিভিতে চলছিল খেলা। তাও আবার বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final 2023)। কিন্তু সেই খেলা দেখাই যেন কাল হয়ে দাঁড়াল। দুজনে মিলে বিশ্বকাপ ফাইনাল দেখছিলেন ঘরে বসে। কিন্তু আচমকাই যে একটা সাধারন পরিবেশ এরকম ভাবে ভয়ঙ্কর রকম অস্বাভাবিক হয়ে উঠবে কে জানত। প্রথমে তুমুল বচসা, এরপর হাতাহাতি আর শেষ পর্যন্ত বাবার হাতেই খুন হতে হলো ছেলেকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur)। মৃতের নাম দীপক নিশাদ। তার বাবা অভিযুক্ত গণেশ কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে বিশ্বকাপ ফাইনালের দিন দুজনেই টিভিতে ফাইনালে চোখ রেখেছিলেন। কিন্তু সেই সময় ছেলে দীপক তার বাবাকে বলেন যে রাতের খাবার সেরে তারপর খেলা দেখতে। কিন্তু কোনওভাবেই দীপকের কথা শুনছিলেন না তার বাবা এর পরেই দীপক রাগের মাথায় টিভি অফ করে দেন। ঝামেলার সূত্রপাত এরপরই। বাবা ও ছেলের মধ্যে রীতিমতো হাতাহাতি হয় এবং গণেশ রাগের মাথায় একটি কেবলের তার দিয়ে তার ছেলের গলায় ফাঁস লাগিয়ে দেন। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন দীপক ঘটনার আকষ্মিকতায় হতভম্ব হয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন গণেশ, তবে কানপুর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে আপাতত পুলিশ হেফাজতেই রাখা হচ্ছে। এইটা অন্য একটি ঘটনায় ফাইনালের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মধ্যপ্রদেশের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
উল্লেখ্য, গত ১৯ তারিখ অস্ট্রেলিয়া ভারতীয় দলকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘরের মাঠেই ফাইনাল খেলতে নেমেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে ট্রাভিস হেডের অসাধারণ সেঞ্চুরি এবং লাবুশেনের অর্ধশতরানের উপর ভর করে ৪৩ ওভারেই জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন হেডই। তবে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বিরাট কোহলি।
উল্লেখ্য, গত বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে সেমিফাইনাল কোনও ম্যাচই হারেনি ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল তারা। তবে শেষ পর্যন্ত ফাইনালেই স্বপ্নভঙ্গ হল গোটা দেশবাসীর।