আয়োজক রাশিয়াকে ৩-০ গোলে হারাল উরুগুয়ে, মিশরকে ২-১ গোলে হারাল সৌদি
সামারা (রাশিয়া): লুই সুয়ারেজ ও এডিনসন কাভানির গোলের ওপর ভর করে সোমবার আয়োজক দেশ রাশিয়াকে ৩-০ গোলে হারাল উরুগুয়ে। তৃতীয় গোলটি আত্মঘাতী। এই জয়ের ফলে, গ্রুপ-এ তে তিন ম্যাচে তিনটি জয়ের মাধ্যমে ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রইল উরুগুয়ে। এর আগে, মিশর ও সৌদি আরব দুজনের বিরুদ্ধেই ১-০ গোলে জিতেছিল উরুগুয়ে। অন্যদিকে, পরপর দুটি জয়ের পর তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল রুশ দল। এদিন, ২৩ মিনিটের মধ্যেই সুয়ারেজের অনবদ্য ফ্রি-কিক ও ডেনিস শেরিশেভের আত্মঘাতী গোলের মাধ্যমে ২-০ গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন কাভানি। যদিও, দুই দলই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। আগামী শনিবার গ্রুপ-বি দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মুখোমুখি হবে উরুগুয়ে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী স্পেন, পোর্তুগাল বা ইরান। অন্যদিকে, এই গ্রুপের অপর ম্যাচে মিশরকে ২-১ গোলে হারাল সৌদি আরব। এই ম্যাচ নিয়মরক্ষার ছিল, কারণ দুদলই ছিটকে গিয়েছে।