এক্সপ্লোর
পঞ্চম দিনের পিচে অসম বাউন্স সামাল দেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের পক্ষে সহজ হবে না, মত পূজারার
আজ ম্যাচ জিততে গেলে ভারতীয় দলকে ৯ উইকেট নিতে হবে।
বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের পঞ্চম তথা শেষ দিন ভারতীয় দল জয় ছিনিয়ে নেবে বলে আশাবাদী নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তাঁর মতে, পঞ্চম দিনের পিচে ফাটল ধরেছে। তাছাড়া পিচের বাউন্সও অসমান। ফলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের পক্ষে ভারতের বোলিং আক্রমণ সামাল দেওয়া সহজ হবে না।
আজ ম্যাচ জিততে গেলে ভারতীয় দলকে ৯ উইকেট নিতে হবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে এই টেস্ট ম্যাচ জিততে গেলে ৩৮৪ রান করতে হবে। আবহাওয়া বিরূপ না হলে রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাডেজারা ভারতীয় দলকে ম্যাচ জেতাতে পারবেন বলে আশাবাদী সমর্থকরা।
এ বিষয়ে পূজারা বলেছেন, ‘আমরা জানতাম চতুর্থ দিনের শেষদিকে কয়েক ওভার বোলিং করে যত বেশি সম্ভব উইকেট তুলে নেওয়ার চেষ্টা করব। আমরা সেটা করতে পেরে খুশি। আশা করি পঞ্চম দিনের পিচে ব্যাটিং করা সহজ হবে না। স্পিনাররা পিচ থেকে আরও একটু বেশি সাহায্য পাবে। আমরা ইতিমধ্যেই দেখেছি পিচে অসমান বাউন্স রয়েছে। ফলে পেসাররাও উইকেট তুলে নিতে পারে। পিচে স্পিনারদের জন্য যথেষ্ট ফাটল তৈরি হয়েছে। পঞ্চম দিন খেলা যত গড়াবে, সেই ফাটল বাড়বে।’
পূজারা আরও বলেছেন, ‘আমরা ঠিক সময়েই ইনিংস ডিক্লেয়ার করেছি। আমরা চতুর্থ দিন বেশি ওভার বোলিং করতে চাইনি। আমাদের লক্ষ্য ছিল পঞ্চম দিন সকালের জন্য বলটিকে তাজা রাখা। বল নরম হয়ে গেলে ব্যাটিং করা সহজ হয়। আমরা একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছি। সেই কারণে আমি খুশি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement