এক্সপ্লোর
Advertisement
বন্ধুর সদ্যপ্রয়াত বাবাকে শতরান উৎসর্গ বিজয়ের
মুম্বই: ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন অসাধারণ শতরান করে ঘনিষ্ঠ এক বন্ধুর সদ্যপ্রয়াত বাবাকে উৎসর্গ করলেন মুরলী বিজয়। এদিন খেলার পর বিজয় বলেছেন, ‘এই টেস্ট ম্যাচ আমার কাছে খুব আবেগের। ম্যাচের প্রথম দিন আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবা মারা গিয়েছেন। তাই আমি তাঁকে ও তাঁর পরিবারের লোকেদের এই শতরান উৎসর্গ করতে চাই। আমাকে ছোটবেলা থেকে তাঁরা অনেক সাহায্য করেছেন।’
এই টেস্টের আগে টানা চারটি ইনিংসে রান করতে পারেননি বিজয়। এর জন্য তাঁকে সমালোচিত হতে হয়েছিল। কিন্তু কোচ অনিল কুম্বলের সমর্থন পেয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। কোচের ভরসার মর্যাদা দিয়ে ভারতের তৃতীয় ওপেনার হিসেবে ওয়াংখেড়েতে শতরান করেছেন বিজয়। টেস্টে এটি তাঁর অষ্টম শতরান। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিজয়ের জুটির সৌজন্যে এই টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement