Ruturaj Gaikwad Record: পরপর তিন ম্যাচে সেঞ্চুরি, কোহলির রেকর্ড ছোঁয়ার সুযোগ রুতুরাজের
Vijay Hazare Trophy: চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তাঁর ব্যাটিং অনেকের নজর কেড়ে নিয়েছে। সেই রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চলতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে।
নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে তাঁর ব্যাটিং অনেকের নজর কেড়ে নিয়েছে। সেই রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চলতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে। পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আর একটি সেঞ্চুরি করলে তিনি স্পর্শ করবেন বিরাট কোহলির কীর্তি।
কোহলির বিজয় হাজারে ট্রফিতে এক মরসুমে চারটি সেঞ্চুরি আছে। একই রেকর্ড রয়েছে দেবদত্ত পড়িক্কল ও পৃথ্বী শয়েরও। এঁদের মধ্যে একমাত্র দেবদত্তের পরপর চার ম্যাচে সেঞ্চুরি করার নজির রয়েছে। পরের ম্যাচে সেঞ্চুরি করতে পারলে সেই রেকর্ড স্পর্শ করবেন চেন্নাই সুপার কিংসের তারকা।
শনিবার কেরলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মহারাষ্ট্র অধিনায়ক ১২৪ রান করে আউট হন। ১২৯ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।এর আগে রাজকোটে এলিট গ্রুপ-ডি'র প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১৩৬ রান করে আউট হয়েছিলেন। ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪৩ বলের ইনিংসে গায়কোয়াড় ১৪টি চার ও ৫টি ছক্কা মেরেছিলেন।
এবারের বিজয় হাজারে ট্রফির প্রথম তিন ম্যাচে পরপর তিনটি সেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়। তিন ম্যাচে তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়াল। ৪১৪ রান। স্ট্রাইক রেট ১০৭.৮১। গড়? ২০৭! যা অনেকে অবিশ্বাস্য বলছেন।
চলতি বছর চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) আইপিএল (IPL 2021) জেতানোর অন্যতম কারিগর ছিলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে কমলা টুপির পরেছিলেন মাথায়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারির স্ট্রাইক রেট ছিল ১৩৬.২৬। একটি সেঞ্চুরি (১০১) ও চারটি হাফসেঞ্চুরি এসেছিল বছর চব্বিশের পুণের ক্রিকেটারের হাত থেকে। রুতুরাজের আগুনে ফর্ম অব্যাহত ঘরোয়া ক্রিকেটেও।
তবে রুতুরাজের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও কেরলের কাছে ৪ উইকেটে হেরে গিয়েছে মহারাষ্ট্র।