(Source: ECI/ABP News/ABP Majha)
Vinesh Phogat: সংকল্পের জয়! ট্রায়ালে জিতে অলিম্পিক্সের দৌড়ে রইলেন প্রতিবাদী কুস্তিগির বিনেশ
Paris Olympics: কুস্তির ট্রায়ালে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে শিবানীকে ১১-৬ ব্যবধানে হারালেন বিনেশ। ম্যাচে ১-৪ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় হাসিল করেন বিনেশ।
নয়াদিল্লি: বজরং পুনিয়া পারেননি। তবে কুস্তিগিরদের আন্দোলনে তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা বিনেশ ফোগত (Vinesh Phogat) প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রাখলেন। সোমবার পাতিয়ালায় মহিলাদের ৫০ কেজি বিভাগের ট্রায়ালে জিতলেন বিনেশ। এশিয়ান গেমস (Asian Games) ও কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনাজয়ী অ্যাথলিট দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। ম্যাচও জিতে নেন।
কুস্তির ট্রায়ালে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে শিবানীকে ১১-৬ ব্যবধানে হারালেন বিনেশ। একটা সময় ম্যাচে ১-৪ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় হাসিল করেন বিনেশ। সেমিফাইনালে জাতীয় চ্যাম্পিয়ন নির্মলা দেবীকে ১০-০ পয়েন্টে হারান বিনেশ। এবার কিরঘিজস্তানের বিশকেকে এশীয় অলিম্পিক্স কোয়ালিফায়ারে নামবেন তিনি।
তবে বিনেশের ট্রায়ালে নামার পিছনেও রয়েছে বিতর্ক। প্যারিস অলিম্পিক্সের জন্য ৫০ কেজি বিভাগে শর্তসাপেক্ষে ট্রায়ালে নেমেছেন কুস্তিগির বিনেশ ফোগত। এই ট্রায়াল জিতলে অলিম্পিক্সের দল গঠনের আগে তাঁকে ৫৩ কেজি বিভাগের জন্য চূড়ান্ত ট্রায়ালে নামতে দিতে হবে, সর্বভারতীয় কুস্তি সংস্থার কাছে এই মর্মে লিখিত আশ্বাস দাবি করেছিলেন তিনি। সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন বিনেশ। আন্দোলনের জন্য অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের একাধিক প্রতিযোগিতায় নামতে পারেননি তিনি। সে সময় মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভারতের জন্য নির্দিষ্ট কোটা পেয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। তাই প্যারিস অলিম্পিক্সে মহিলা কুস্তির ৫৩ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন অন্তিম। যদিও বিনেশ জানিয়েছিলেন যে, আন্দোলনের সময় সঠিক শরীরচর্রা ও খাওয়াদাওয়া না কমায় তাঁর ওজন কমে গিয়েছে। যে কারণে তিনি ৫০ কেজি বিভাগে নামতে বাধ্য হচ্ছেন।
বিনেশ দাবি করেন, তিনি ৫০ কেজি বিভাগের ট্রায়ালে জিততে পারলে দল ঘোষণার আগে ৫৩ কেজি বিভাগের জন্য চূড়ান্ত ট্রায়ালে তাঁকে নামতে দেওয়া হোক। সে ক্ষেত্রে প্যারিস অলিম্পিক্সে ৫৩ কেজি বিভাগে নামার সুযোগ থাকবে তাঁর সামনে। জানা গিয়েছে, ৫৩ কেজি বিভাগের চূড়ান্ত ট্রায়ালে নামতে দেওয়ার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে