এক্সপ্লোর
Advertisement
অধিনায়ক হিসেবে সৌরভের সঙ্গে প্রচুর মিল বিরাটের, বললেন জাহির খান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টক্কর ভারতীয় দলের। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ হারিয়েছে ভারত।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টক্কর ভারতীয় দলের। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ হারিয়েছে ভারত। ভারতীয় দলের প্রাক্তন স্পিডস্টার জাহির খান বলেছেন, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বোলিং আক্রমণ আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা।
একটা সময় ভারতের পেস বোলিং আক্রমণের প্রধান অস্ত্র জাহির বলেছেন, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, ইশান্ত শর্মার মতো ভারতের ফাস্ট বোলারদের সব ধরনের ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখাটা খুবই তৃপ্তিদায়ক। জাহির বলেছেন, ভারতের ফাস্ট বোলারদের কাছে তা উচ্ছ্বাসের সময়। বুমরাহ, সামি, ইশান্ত, ভুবনেশ্বর, নভদীপ সাইনি ও অন্যান্যরা প্রমাণ করেছে যে, ভারতীয় দল বোলিংয়ের পাওয়ার হাউস এবং একে বিশ্বের সেরা বোলিং অ্যাটাক বলাই যায়। ফাস্ট বোলার হিসেবে এর অনুভূতি অসাধারণ। আমার আশা ওরা ওদের কঠোর পরিশ্রম চালিয়ে যাবে এবং সাফল্য নিয়ে আসার ক্ষেত্রে ওরা একই ধরনের ছন্দ ধরে রাখবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে খেলেছেন জাহির। তিনি মনে করেন, অধিনায়ক হিসেবে সৌরভের সঙ্গে কোহলির প্রচুর মিল রয়েছে।
জাহির বলেছেন, আমরা যে বিদেশে জিততে পারি, সেই বিশ্বাস সৌরভ গড়ে তুলেছিল। তিনি আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছিল। কঠিন পরিস্থিতিতে ধোনি শান্ত থাকে, যদিও তার দৃষ্টিভঙ্গি আক্রমণাত্মক। তার নেতৃত্বে আমরা বিশ্বকাপ জিতেছি। তাই ধোনির অধিনায়কত্বে খেলাটা দারুণ একটা ব্যাপার।
জাহির বলেছেন, বিরাট অনেকটা দাদা (সৌরভ)-র মতো, ও যা ভাবছে তার বহিঃপ্রকাশ দেখা যায়, সাহসী সিদ্ধান্ত নেয় এবং কঠিন পরিস্থিতিতে দলের মনোবল বাড়ানোর কাজ করে। ওর দুরন্ত ব্যাটিং ফর্মই দেখিয়ে দেয়, মাঠে দলকে ও কীভাবে নেতৃত্ব দিচ্ছে। একদিন ও ভারতের হয়ে বিশ্বকাপ জিতবে বলে আমি মনে করি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement