এক্সপ্লোর
স্বপ্নের ফর্মে রয়েছে বিরাট: সৌরভ
![স্বপ্নের ফর্মে রয়েছে বিরাট: সৌরভ Virat Is In Dream Form Sourav স্বপ্নের ফর্মে রয়েছে বিরাট: সৌরভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/18223254/sourav-virat-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের পর আইপিএল৷ বিধ্বংসী বিরাট কোহলি৷ সোমবারও ইডেন গার্ডেন্সে বিরাট-ঝড়ে কুপোকাত্ নাইট রাইডার্স৷ টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বললেন, স্বপ্নের ফর্মে রয়েছে বিরাট৷ তবে, এই মুহূর্তে সচিনের সঙ্গে তাঁর তুলনা টানা সম্ভব হবে না৷ আগে ২০ বছর ক্রিকেট খেলুক বিরাট৷
এদিকে, নক-আউট পর্বে যাওয়ার জন্য বৃহস্পতিবার কানপুরে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিগ টেবিলের ২ ও ৪ নম্বরে থাকা দুই দল৷ কেকেআর ও গুজরাত লায়ন্স৷ ২০১৬ আইপিএল-এর লিগ পর্বে প্রায় শেষলগ্নে নক-আউটে যাওয়ার জন্য কাঁটায় কাঁটায় টক্কর৷ দুই ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে প্রথম চারের মধ্যে থাকলেও কালকের ম্যাচ দু-দলের কাছেই মরণ-বাঁচন ম্যাচ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ ১২ ম্যাচ থেকে দু’দলেরই সংগ্রহে ১৪ পয়েন্ট৷ যদিও রানরেটের নিরিখে এগিয়ে কলকাতা৷ তবে, ঘরের মাঠে কিছুটা এগিয়ে থেকেই ২২ গজে নামবে রায়নার লায়ন্স৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)