Virat Kohli 100th Test: এখনও দেশকে অনেক ম্যাচ জেতাতে চাই, বলছেন আবেগপ্রবণ কোহলি
Kohli 100th Test: তাঁর অধিনায়ক থাকার পর্ব নিয়ে সুখস্মৃতি কাজ করছে কোহলির। বলেছেন, 'অধিনায়ক হওয়ার পরই ঠিক করে নিয়েছিলাম কীভাবে খেলতে হবে, দল হিসাবে কোথায় যেতে হবে। পাঁচ বছর সেটা অর্জনও করতে পেরেছি।'
মোহালি: রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ। কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Ind vs SL)। তবে টেস্ট ক্রিকেট খেলার নেপথ্যে পরিশ্রমকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছেন, 'আমার টেস্ট খেলাটা ভাগ্যের জোরে নয়। প্রচুর পরিশ্রম করেছি। বরাবর মনে করেছি ক্রিকেটের বিশুদ্ধ ফর্ম্যাট হল টেস্ট ক্রিকেট। আমার হৃদয় দিয়েছি টেস্ট ক্রিকেটকে। গর্বের সঙ্গে সেটা বলতে পারি। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা আমার সৌভাগ্য বলে মনে করি। অধিনায়ক হিসাবে একটা সংস্কৃতি তৈরি করেছিলাম। নিজের সেরাটা দিয়েছি। আমার ওপর যা দায়িত্ব ছিল, পালন করেছি। দারুণ কিছু সতীর্থদের সঙ্গে খেলেছি।'
তাঁর অধিনায়ক থাকার পর্ব নিয়ে সুখস্মৃতি কাজ করছে কোহলির। বলেছেন, 'অধিনায়ক হওয়ার পরই ঠিক করে নিয়েছিলাম কীভাবে খেলতে হবে আর দল হিসাবে কোথায় যেতে হবে। টানা পাঁচ বছর সেটা অর্জনও করতে পেরেছি। অধিনায়ক হিসাবে ড্রেসিংরুমে ঢুকলে মনে হতো সফল হয়েছি। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫-৬ বছরে টেস্ট ক্রিকেটে দারুণ কিছু মুহুর্ত কেটেছে। দারুণ কিছু ম্যাচ, প্রত্যেকটা সফরই মধুর স্মৃতি। কঠিন কিছু পরাজয় রয়েছে । দারুণ কিছু প্রত্যাবর্তন হয়েছে। পুরো পর্বটা নিয়ে দারুণ গর্বিত। কোনও একটা স্মৃতি সেরা হিসাবে বেছে নিলে অন্যায় হবে ।'
এরপরই কোহলি যোগ করেছেন, 'এখনও খেলাটা নিয়ে আবেগপ্রবণ। এখনও দেশকে অনেক ম্যাচ জেতাতে চাই। খেলা শুরু করার দিন থেকে সেটাই আমার লক্ষ্য ছিল। বরাবরই ভেবেছি দেশের হয়ে খেলব আর ভারতকে জেতাব। এখনও সেভাবেই ভাবি। পরিসংখ্যান, রেকর্ড সেসব হচ্ছে মাঠের বাইরের লোকেদের কল্পনা। আমি কোনও দিন সেসব নিয়ে ভাবিনি। ভাবলে গত ১০-১২ বছরে এত রান বা মাইলফলক যাই বলুন না কেন, স্পর্শ করতে পারতাম না। মানসিকতা ঠিক থাকতে হয়।'