এক্সপ্লোর
Advertisement
লড়ছেন একা বিরাট, দ্বিতীয় দিনের শেষে ভারত ১৮৩/৫
সেঞ্চুরিয়ন: প্রথম টেস্টে দলের হার এবং তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টের দলগঠন নিয়েও তাঁর দিকে ধেয়ে আসে প্রাক্তন ক্রিকেটারদের তোপ। আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ব্যাটের মাধ্যমেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন বিরাট। দলের বিপদের মুহূর্তে সবচেয়ে চওড়া হয়ে উঠল তাঁরই ব্যাট। দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। দিনের শেষে ভারতের অধিনায়ক অপরাজিত ৮৫ রানে। ভারতের রান ৫ উইকেটে ১৮৫। বিরাটের সঙ্গে ক্রিজে হার্দিক পাণ্ড্য (১১)। ভারত এখনও ১৫২ রানে পিছিয়ে।
গতকাল প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৬ উইকেটে ২৬৯। ক্রিজে ছিলেন অধিনায়ক ফাফ দু প্লেসি ও মহারাজ। আজ সকালে প্রথম আঘাত হানেন বাংলার পেসার মহম্মদ শামি। তিনি ফেরান মহারাজকে (১৮)। এরপর ইশান্ত শর্মার বলে দারুণ ক্যাচ ধরে কাগিসো রাবাদাকে (১১) ফেরান হার্দিক। দু প্লেসি একা লড়াই চালাচ্ছিলেন। তবে ৬৩ রান করে তিনি ইশান্তের বলে বোল্ড হন। মর্নি মর্কেলকে (৬) ফেরান রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম সেশনেই ৩৩৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অশ্বিন চারটি এবং ইশান্ত শর্মা তিনটি উইকেট নেন। এরপর শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা। ভারতীয় ইনিংসের শুরুতে এক অভিনব ঘটনা দেখা যায়। দক্ষিণ আফ্রিকা বোলিং আক্রমণ শুরু করে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে দিয়ে। মধ্যাহ্নভোজের বিরতির আগে এই একটাই ওভার হয়। ভারতের রান তখন ছিল বিনা উইকেটে চার।
দিনের দ্বিতীয় সেশনে পরপর দু’বলে ফিরে যান লোকেশ রাহুল (১০) ও চেতেশ্বর পূজারা (০)। প্রথম বলেই রান আউট হন পূজারা। এরপর মুরলী বিজয়কে (৪৬) নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। রোহিত শর্মা (১০), পার্থিব পটেল (১৯) বড় রান করতে ব্যর্থ হন। বিরাট ও হার্দিকই এখন ভারতের ভরসা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement