এক্সপ্লোর
Advertisement
মহিলা পাক অ্যাঙ্করের সঙ্গে সেলফি তোলাই ‘কাল’ বিরাট, ডিভিলিয়ার্সের! সরগরম সোশ্যাল মিডিয়া
লন্ডন: প্রথমে এবি ডিভিলিয়ার্স, তারপর বিরাট কোহলি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের ক্রীড়া বিশ্লেষক জয়নাব আব্বাসের সঙ্গে সেলফি তোলেন এই দুই ক্রিকেটার। কাকতালীয়ভাবে, দু জনেই এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেরই দাবি, জয়নাবের সঙ্গে সেলফি তোলার ফলেই রান পাননি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই সতীর্থ।
Maybe it's @ZAbbasOfficial & not Yahya Hussaini.. pic.twitter.com/nyBQjVXpHG
— Osama. (@ashaqeens) June 8, 2017
পাকিস্তান সুপার লিগে অ্যাঙ্কর হিসেবে কাজ করেছিলেন জয়নাব। তিনি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে ডিভিলিয়ার্সের সঙ্গে সেলফি তোলেন। সেই ম্যাচেই শূন্য রান করে আউট হন ডিভিলিয়ার্স। ১২ বছরের একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এই প্রথম শূন্য রান করলেন এবি। বিরাটের সঙ্গে অবশ্য ভারত-পাক ম্যাচের আগে সেলফি তুলেছিলেন জয়নাব। সেই ম্যাচে ৮১ রানের অসাধারণ ইনিংস খেললেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে শূন্য রান পাননি বিরাট। তিন বছর পরে তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে আউট হলেন। ভারতও হেরে গিয়েছে।
@ZAbbasOfficial Iss ki sakht zaroorat hai... 😂😉😋😂 pic.twitter.com/nnsNIiFFdO
— T@imur Kh@n (@Taimurkhani) June 8, 2017
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন সমান। শেষ ম্যাচে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। যে দুটি দল জিতবে, তারাই এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থকদের এখন আবদার, শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গেও সেলফি তুলুন জয়নাব।
Indian team support staff at work as soon as they saw @ZAbbasOfficial with a camera in her hand #SelfieKaWaar pic.twitter.com/2KI1f5ILmr
— Kumar Vatsal ⚽️ (@vatsal20) June 9, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement