Virat-Anushka: লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন অনুষ্ঠানে বিরাট-অনুষ্কা, ভাইরাল ভিডিও
Watch: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লন্ডনে কীর্তনে হাজির হন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অনুরাগীদের ক্যামেরাতেই বন্দি হয়েছে নানা মুহূর্ত।
![Virat-Anushka: লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন অনুষ্ঠানে বিরাট-অনুষ্কা, ভাইরাল ভিডিও Virat Kohli Anushka Sharma Attend The Krishna Das Kirtan Show Watch Virat-Anushka: লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন অনুষ্ঠানে বিরাট-অনুষ্কা, ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/a92a4e5a573a405d5e2c010e2befc9671687001001477229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ব্যস্ত শিডিউল সরিয়ে আপাতত বিরতিতে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে সকলেই হালকা মেজাজে। কিছুদিন আগেই, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যায় স্ত্রী রীতিকার সঙ্গে সময় কাটাতে। এবার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) দেখা গেল লন্ডনের কৃষ্ণ দাসের কীর্তনে (Krishna Das Kirtan show in London)।
কৃষ্ণা দাস কীর্তনে হাজির বিরুষ্কা
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লন্ডনে কীর্তনে হাজির হন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অনুরাগীরা যেই বুঝতে পেরেছেন তাঁদের প্রিয় তারকারাও কীর্তনে উপস্থিত, সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও রেকর্ড করতে শুরু করেন তাঁরা। সেগুলোরই কিছু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
Virat Kohli and Anushka Sharma attend Krishna Das Kirtan in London Yesterday pic.twitter.com/IRRnz8peh3
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) June 17, 2023
Virat Kohli latest 😍
— `` (@KohlifiedGal) June 17, 2023
At a music concert in London with Anushka and in laws ❤️ pic.twitter.com/MbhV8B2zTk
Virat Kohli And @AnushkaSharma Attended @KrishnaDas' Kirtan At Union Chapel, London Yesterday.❤️#Virushka @imVkohli pic.twitter.com/7fpoFkZ6EM
— virat_kohli_18_club (@KohliSensation) June 17, 2023
আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস
তবে এই প্রথম যে বিরাট ও অনুষ্কা একসঙ্গে কোনও আধ্যাত্মিক স্থানে (Spiritual Place) গেলেন তা নয় কিন্তু। এর আগে তাঁদের যে কেবল ধর্মীয় স্থানেই দেখা গেছে তাইই নয়, বিরুষ্কাকে একসঙ্গে নানা আশ্রমেও দেখা গেছে। সূত্রের খবর, বিরাট কোহলি সম্প্রতি নতুন একটি ট্যাটুও করিয়েছেন, তাঁর আধ্যাত্মিক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ স্বরূপ।
এরপর কোহলিকে জুলাই মাসে ক্যারিবিয়ান সফরে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের এক সিরিজে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দুইটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১২ জুলাই থেকে শুরু হবে সেই সিরিজ।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)