এক্সপ্লোর
আজহারকে টপকে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশিবার ফলো-অন করানোর রেকর্ড বিরাটের
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সাতবার বিপক্ষ দলকে ফলো-অন করিয়েছিলেন। আজ তাঁকে টপকে অষ্টমবার ফলো-অন করালেন বিরাট।

ছবি সৌজন্যে ট্যুইটার
রাঁচি: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের তৃতীয় দিন বিপক্ষ দলকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়ে নতুন রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনিই সবচেয়ে বেশিবার বিপক্ষ দলকে ফলো-অন করালেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সাতবার বিপক্ষ দলকে ফলো-অন করিয়েছিলেন। আজ তাঁকে টপকে অষ্টমবার ফলো-অন করালেন বিরাট। ভারতীয় অধিনায়কদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় চারবার বিপক্ষ দলকে ফলো-অন করিয়েছিলেন। মহেন্দ্র সিংহ ধোনি পাঁচবার বিপক্ষ দলকে ফলো-অন করান। বিপক্ষ দলকে ফলো-অন করিয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচে জয় পেয়েছেন বিরাট। দু’টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। অষ্টম ম্যাচেও জয়ের দিকে এগোচ্ছেন বিরাট। ১৯৯৩-৯৪ মরসুমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর এই প্রথম একই সিরিজে দ্বিতীয়বার বিপক্ষ দলকে ফলো-অন করাল ভারত। ১৯৬৪-৬৫ মরসুমের পর এই প্রথম একই সিরিজে দু’বার ফলো-অন করছে দক্ষিণ আফ্রিকা। ২০০১-০২ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ও জোহানেসবার্গ টেস্টে ফলো-অন করেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর এই প্রথম পরপর দু’টি টেস্টে ফলো-অন করছে তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















