এক্সপ্লোর
আজহারকে টপকে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশিবার ফলো-অন করানোর রেকর্ড বিরাটের
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সাতবার বিপক্ষ দলকে ফলো-অন করিয়েছিলেন। আজ তাঁকে টপকে অষ্টমবার ফলো-অন করালেন বিরাট।

ছবি সৌজন্যে ট্যুইটার
রাঁচি: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের তৃতীয় দিন বিপক্ষ দলকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়ে নতুন রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনিই সবচেয়ে বেশিবার বিপক্ষ দলকে ফলো-অন করালেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সাতবার বিপক্ষ দলকে ফলো-অন করিয়েছিলেন। আজ তাঁকে টপকে অষ্টমবার ফলো-অন করালেন বিরাট। ভারতীয় অধিনায়কদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় চারবার বিপক্ষ দলকে ফলো-অন করিয়েছিলেন। মহেন্দ্র সিংহ ধোনি পাঁচবার বিপক্ষ দলকে ফলো-অন করান। বিপক্ষ দলকে ফলো-অন করিয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচে জয় পেয়েছেন বিরাট। দু’টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। অষ্টম ম্যাচেও জয়ের দিকে এগোচ্ছেন বিরাট। ১৯৯৩-৯৪ মরসুমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর এই প্রথম একই সিরিজে দ্বিতীয়বার বিপক্ষ দলকে ফলো-অন করাল ভারত। ১৯৬৪-৬৫ মরসুমের পর এই প্রথম একই সিরিজে দু’বার ফলো-অন করছে দক্ষিণ আফ্রিকা। ২০০১-০২ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ও জোহানেসবার্গ টেস্টে ফলো-অন করেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর এই প্রথম পরপর দু’টি টেস্টে ফলো-অন করছে তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















