এক্সপ্লোর
ইংল্যান্ড রওনা হওয়ার আগে ছোট্ট রাধার মুখে হাসি ফোটালেন কোহলি

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। শিশুরাও দারুণ পছন্দ করেন কোহলিকে। মাঠে ও মাঠের বাইরে কোহলির কঠোর শৃঙ্খলা তাঁকে একজন আইকনে পরিণত করেছে। ভারতীয় দলের অধিনায়ক তাঁর খুদে অনুরাগীদের সঙ্গে মাঝেমধ্যেই সেলফি তোলেন, কথাও বলেন। গতকাল ইংল্যান্ডে সিরিজ খেলতে রওনা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট্ট একটি মেয়ে কোহলির সঙ্গে ছবি তোলার বায়না ধরে। মেয়েটির নাম রাধা। কোহলি রাধাকে নিরাশ করেননি। পাশে দাঁড়িয়ে ছবি তুলে রাধার মুখে হাসি ফোটান তিনি। রাধার হাত প্লাস্টার করা। বিসিসিআই সেই ছবি ট্যুইটারে পোস্ট করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ছোট্ট রাধা কোহলির সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। ওর মুখের হাসিতেই স্পষ্ট পুরো ঘটনা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী ২৭ ও ২৯ জুন টি ২০ ম্যাচ দিয়ে সফর শুরু হবে টিম ইন্ডিয়ার। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ও টেস্ট সিরিজ খেলবে ভারত। টেস্টের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি ২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত।Little Radha wanted a picture with #TeamIndia captain @imVkohli and the smile on her face tells the story. pic.twitter.com/FTOPrNFu27
— BCCI (@BCCI) June 23, 2018
Off we go. UK Bound! ????????@msdhoni @SDhawan25 Arun Kanade pic.twitter.com/WnJvRkHYFs
— Virat Kohli (@imVkohli) June 23, 2018
#TeamIndia enroute England ✈✈ pic.twitter.com/srLbctd81S
— BCCI (@BCCI) June 23, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















