এক্সপ্লোর
শিশুর ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে পিটারসেন বললেন, ‘ওকে দলে নিতে পার?’ কোহলির জবাব, ‘ও কোথাকার? অবিশ্বাস্য’
শুক্রবার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে ট্যাগ করেছিলেন। ভিডিওতে একটি শিশুকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। মজার ছলে তিনি ওই শিশুকে তাঁর দলে নেওয়ার জন্য কোহলির কাছে সুপারিশ করেন পিটারসেন।

নয়াদিল্লি: শুক্রবার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে ট্যাগ করেছিলেন। ভিডিওতে একটি শিশুকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। মজার ছলে তিনি ওই শিশুকে তাঁর দলে নেওয়ার জন্য কোহলির কাছে সুপারিশ করেন পিটারসেন। ভিডিওতে ডায়াপার পরা এক শিশুকে হাতে গ্লাভস এঁটে সাবলীলভাবে কভার ও স্ট্রেট ড্রাইভ মারতে দেখা যাচ্ছে। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই ভিডিও শেয়ার করেছিলেন।
শিশুটির ব্যাটিং দক্ষতা যে কোহলিকেও মুগ্ধ করেছে, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট।
কোহলি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আগামীকাল রবিবার চেন্নাইয়ে সিরিজের প্রথম ম্যাচ।
পিটারসেন সেই ভিডিও শেয়ার করে মজার ছলে পিটারসেন লেখেন, ‘ওকে তোমার স্কোয়াডে নাও বিরাট, ওকে দলে নিতে পার?’ এর জবাব দিয়েছেন কোহলি। তিনি বলেছেন, ‘ও কোথাকার? অবিশ্বাস্য’।View this post on InstagramWHAT?!?!?!?!?! Get him in your squad, @virat.kohli! Can you pick him?!?! ????

খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement
